ফাতেহ ডেস্ক:
ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে রাসূল সা.কে অবমাননা করার প্রতিবাদে ইমাম পরিষদের উদ্যোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের পর কোম্পানীগঞ্জ ইমাম পরিষদের উদ্যোগে মাওলানা আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে ও মাওলানা এইচ.এম শাহিদুল ইসলামের সঞ্চালনায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারস্থ বঙ্গবন্ধু চত্বর থেকে মিছিলটি রুপালী চত্বর,কেন্দ্রীয় মসজিদ, হলরোড়, উত্তর বাজার হয়ে বঙ্গবন্ধু চত্বরে এসে মুনাজাতের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মুফতি হাফিজুল্লাহ, মাওলানা মোসলেহ উদ্দীন, মুফতি কামরুল হাসান, মাওলানা মাহমুদ মাদানী, মুফতি এমদাদ উল্যাহ, মুফতি হেদায়েত উল্যাহ ও মাওলানা আলাউদ্দীন প্রমুখ।
বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তারা ফ্রান্সের সাথে বাংলাদেশের সব রকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফ্রান্স সরকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক নিন্দা, ইসলাম ও রাসূল সা.কে অবমাননার জন্য ফ্যান্সের রাষ্ট্রপতিকে প্রকাশ্যে বিশ্ব মুসলিমের কাছে ক্ষমা প্রার্থনা এবং বাংলাদেশে ইসলাম ও মহানবী সা. বিরুদ্ধে কটুক্তি বন্ধে কঠোর শাস্তির আইন প্রণয়ন করার জোর দাবি জানান।
The post নোয়াখালীতে ইমাম পরিষদের বিক্ষোভ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%a8%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%87%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0/
No comments:
Post a Comment