Thursday, October 29, 2020

শার্লি এব্দো সহিংসতার উৎসাহ দিচ্ছে: আজারবাইজান

আন্তর্জাতিক ডেস্ক:

ইসলাম ও বিশ্বনবীর বিরুদ্ধে শার্লি এব্দো সাময়িক পত্রিকাটির উসকানিমূলক পদক্ষেপ বিশ্বজুড়ে মুসলমানদের পবিত্র অনুভূতির অপমান বলে মন্তব্য করেছে আজারবাইজান। বৃহস্পতিবার আজারবাইজান প্রেসিডেন্টের সহযোগী হিকমত হাজিয়েভ এক বিবৃতিতে এ মন্তব্য করেন।

বিবৃতিতে তিনি বলেন, পত্রিকাটি স্বাধীন মতবাদের কথা বলে ধর্ম বৈষম্য ও সহিংসতার উৎসাহ দিচ্ছে। আমাদের ভ্রাতৃসম্পর্কিত তুর্কি প্রেসিডেন্ট এরদোগানকে শার্লি এব্দোর আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি।

মহানবী সা.-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের জেরে এক মুসলিম তরুণ স্যামুয়েল প্যাতি নামে একজন ইতিহাস শিক্ষককে গলা কেটে হত্যা করে। এর পর থেকেই উত্তপ্ত হতে থাকে ফ্রান্স। এ ঘটনায় মহানবী সা.-এর ব্যঙ্গচিত্র প্রকাশ অব্যাহত রাখার ঘোষণা দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার এ ঘোষণায় আরব বিশ্বে ফ্রান্সের পণ্য বয়কটের ডাক আসে। বাংলাদেশসহ বিশ্বের অনেক মুসলিম দেশে ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। তুরস্ক, পাকিস্তান ও ইরানসহ অন্যান্য মুসলিম দেশের ধারাবাহিকতায় ফ্রান্সের নিন্দা জানিয়েছে সউদি আরব।

The post শার্লি এব্দো সহিংসতার উৎসাহ দিচ্ছে: আজারবাইজান appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8b-%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%89%e0%a7%8e/

No comments:

Post a Comment