Tuesday, October 27, 2020

ভারতে সন্তানের দেখাশোনায় সবেতন ছুটি পাবেন সিঙ্গেল বাবারা

আন্তর্জাতিক ডেস্ক:

সন্তানকে দেখাশোনার জন্য সরকারি কর্মচারীদের সবেতনে ছুটি দেয়ার নিয়ম চালু করেছে ভারত। তবে সিঙ্গেল ফাদার বা একা বাবারা এ সুবিধা পাবেন। সোমবার কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর জি নিউজ।

সোমবার বিবৃতিতে বলা হয়, সিঙ্গেল ফাদার সরকারি কর্মচারী সন্তানের দেখাশোনার জন্য চাইল্ড কেয়ার লিভ নিতে পারবেন। এ ক্ষেত্রে অন্যান্য ছুটি যেমন সিক লিভ, ক্যাজুয়াল লিভ এবং প্রিভিলেজ লিভের মতো কোনও বেতন কাটা হবে না। সিঙ্গেল ফাদারসহ অবিবাহিত কর্মচারী, বিধবা, ডিভোর্স হওয়া এমন কেউ যিনি একাই সন্তানের দেখাশোনা করেন, তাদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে।

বিবৃতিতে জিতেন্দ্র সিং জানান, একেবারে উপরমহল থেকেই এই ছুটির অনুমোদন দেওয়া হবে। পাশাপাশি সরকারি কর্মচারী ছুটিতে থাকাকালীন ট্রাভেল কনসেশনও প্রথম এক বছরে ছুটি নিলে বেতনের ১০০ শতাংশ এবং পরের এক বছর ছুটি নিলে বেতনের ৮০ শতাংশ মিলবে।

এর আগে একটি বিবৃতিতে বলা হয়েছিল যে, বিশেষভাবে সক্ষম সন্তানের ক্ষেত্রে বাবা-মা তার সন্তানের ২২ বছর হওয়া পর্যন্ত এই ছুটি পাবেন। সেটি আপাতত নিয়ম থেকে বাদ দেওয়া হয়েছে।

The post ভারতে সন্তানের দেখাশোনায় সবেতন ছুটি পাবেন সিঙ্গেল বাবারা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%be%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f/

No comments:

Post a Comment