Saturday, October 31, 2020

তুরস্কে নিহত বেড়ে ২০

ফাতেহ ডেস্ক:

তুরস্কে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে পৌঁছেছে। এ ছাড়া ৭৮৬ জন আহতের খবর দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার অভিযান এখনো অব্যাহত আছে। এ পর্যন্ত ৭০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে তুরস্কের ইজিয়ান সাগরের উপকূলীয় এলাকায় এ ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটির তৃতীয় বৃহত্তম শহর ইজমিরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭। তবে তুরস্কের ডিজাস্টার অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট প্রেসিডেন্সি (এএফএডি) বলছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৬।

তুর্কি গণমাধ্যম ডেইলি সাবাহ ও ইয়েনি শাফাফ জানিয়েছে, ইজিয়ান সাগরের উপকূলীয় এলাকায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে ইজমির শহরের বাসিন্দারা আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন।

ইজমির শহরের মেয়র তাং সোয়ের জানান, ভূমিকম্পে অন্তত ২০টি ভবন বিধ্বস্ত হয়ে গেছে। আর শহরের গভর্নর ইয়াভুজ সেলিম কোসগার বলেছেন, ভূমিকম্পে অন্তত ৪টি ভবন সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে ৭০ জনকে উদ্ধার করা হয়েছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সুয়েলু এক টুইট বার্তায় বলেন, বরনোভা এবং বেরাক্লি অঞ্চলেও ভূমিকম্পের আঘাতে ভবন বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া ভূ-কম্পন ইস্তাম্বুল শহরেও অনুভূত হয়েছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে।

সিএনএন বলছে, শক্তিশালী এ ভূমিকম্পে কেঁপে উঠেছে পার্শ্ববর্তী গ্রিসের উত্তরাঞ্চলও। সেখানেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

ইউএসজিএস জানিয়েছে, ইজমির প্রদেশের পশ্চিমাঞ্চলীয় উপকূল থেকে ১৭ কিলোমিটার দূরে আঘাত হানা ভূমিকম্পের উৎপত্তি ছিল ১০ মাইল গভীরে।

এএফএডির বরাত দিয়ে ডেইলি সাবাহ বলছে, ৬.৬ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাড়ে ১৬ কিলোমিটার গভীরে।

The post তুরস্কে নিহত বেড়ে ২০ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%a4-%e0%a6%ac%e0%a7%87%e0%a7%9c%e0%a7%87-%e0%a7%a8%e0%a7%a6/

No comments:

Post a Comment