Thursday, October 29, 2020

পুজোর দাওয়াতে মাদরাসার ছাত্র: বিদ্যানন্দ কি মিথ্যাচার করছে?

ফাতেহ ডেস্ক:

সম্প্রীতির ছবি শিরোনামে একটি ছবি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে আপলোড করেছে বিদ্যানন্দ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের দাবি ছবিটি পুজোয় দাওয়াত খেতে আসা মাদরাসার এতিম ছাত্রদের। পুজো থেকে দাওয়াত করা হলে এরা দাওয়াত রক্ষার্থে খেতে আসে।

এটা কোথাকার পুজা এবং কোন মাদরাসার ছাত্র এরা—কিছুই বলা হয়নি পোস্টে। তবে শিশুদের ড্রেসআপ দেখে বুঝার উপায় নেই এরা মাদরাসার ছাত্র। সবগুলো শিশুর গায়ে শার্ট কিংবা গেঞ্জি। মাথায় হরেক রকম টুপি। গায়ে পাঞ্জাবি নেই কারো।

বিদ্যানন্দের অফিসিয়াল ফেসবুক পেইজে দেয়া নাম্বারে কল দেয়া হলে রিসিভ করা হয়। কিন্তু বিদ্যানন্দের এই কর্মী ফাতেহ টুয়েন্টি ফোরকে জানালেন, ফেসবুক পেইজে দেয়া ছবিটি সম্পর্কে তিনি কিছুই জানেন না। এটা কোথাকার পুজা এবং কোন মাদরাসার ছাত্র—কিছুই বলতে পারেননি তিনি।

পোস্টের কমেন্টবক্সের প্রায় আশি শতাংশ কমেন্ট অস্বীকার করছে ছবিটিকে। এক্টিভিস্টরা বলছেন, ছবিতে দেয়া শিশুগুলো মাদরাসার ছাত্র না। বিদ্যানন্দ মিথ্যাচার করছে।

The post পুজোর দাওয়াতে মাদরাসার ছাত্র: বিদ্যানন্দ কি মিথ্যাচার করছে? appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%9c%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9b/

No comments:

Post a Comment