Friday, October 30, 2020

ফেনীতে হেফাজতের বিক্ষোভ মিছিল

ফাতেহ ডেস্ক:

ফ্রান্স সরকারের পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন হেফাজত ইসলাম বাংলাদেশ ফেনী জেলা শাখা।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে, ফেনী শহরের ট্রাংকরোড দোয়েল চত্বরে হেফাজতে ইসলাম ফেনীর সভাপতি হাফেজ রশিদ আহম্মেদের সভাপতিত্বে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ফেনী জেলা হেফাজত ইসলামের নেতারা।

এর আগে, জুমার নামাজ শেষে শহরের বিভিন্ন মসজিদ থেকে দলে দলে সমাবেশে যোগদান করেন মুসুল্লিরা। এসময় বক্তারা ফ্রান্সের পণ্য বয়কট, ব্যঙ্গচিত্র অপসারণ ও ফ্রান্সের প্রেসিডেন্টকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। তারা বলেন, ফ্রান্স সরকারের সহযোগীতায় প্যারিসের দেয়ালে দেয়ালে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর অবমাননাকর কার্টুন ব্যঙ্গচিত্র প্রদর্শন ও অমর্যাদা করা হচ্ছে। বিশ্ব মুসলিমের ধর্মীয় অনুভূতিতে এটা চরম আঘাত, যা বরদাশত করা হবে না। রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ সরকারকে ফ্রান্সের সরকারের এ ঘৃণ্য কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাতে হবে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

The post ফেনীতে হেফাজতের বিক্ষোভ মিছিল appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ab%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%8b%e0%a6%ad/

No comments:

Post a Comment