Tuesday, October 27, 2020

অনলাইনে নয়, সশরীরেই হবে রাবির ভর্তি পরীক্ষা

ফাতেহ ডেস্ক:

২০২০-২১ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়য়ে ভর্তি পরীক্ষা অনলাইনে নয়, অনুষ্ঠিত হবে আগের নিয়মে। পরীক্ষার্থীকে সশরীরে পরীক্ষার হলে উপস্থিত হয়ে পরীক্ষা দিতে হবে।

আজ মঙ্গলবার উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপত্বিতে বিশ্ববিদ্যালয়ের ২৫২ তম একাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। বলা হয়, ডিসেম্বরের পর অনুকুল পরিবেশ সৃষ্টি হলে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে এমন সম্ভাব্য সময় নির্ধারণ করে প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়- একাডেমিক কমিটির সভায় ভর্তি পরীক্ষা আগের নিয়মে সশরীরে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে পরীক্ষা পদ্ধতি কী হবে, সেটি এখনো নির্ধারণ করা হয়নি। ভর্তি পরীক্ষা উপ-কমিটি এ সিদ্ধান্ত নিবে।

উল্লেখ্য, করোনাভাইরাস পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনলাইনে গ্রহণ করা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সশরীরে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়। এবার ঢাবি ও চবির মতো রাবিতেও সশরীরে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হলো।

The post অনলাইনে নয়, সশরীরেই হবে রাবির ভর্তি পরীক্ষা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%9f-%e0%a6%b8%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0%e0%a7%87%e0%a6%87-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be/

No comments:

Post a Comment