Wednesday, October 28, 2020

ইরফান ও দেহরক্ষী জাহিদ ৩ দিনের রিমান্ডে

ফাতেহ ডেস্ক:

রাজধানীতে নৌবাহিনীর কর্মকর্তাকে হত্যা চেষ্টা মামলায় বরখাস্ত ওয়ার্ড কাউন্সিলর মো. ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত। একইসঙ্গে এ মামলায় প্রত্যেককে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

আজ বুধবার (২৭ অক্টোবর ) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আসাদুজ্জামান নুর শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত ইরফান ও তার দেহরক্ষীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে ২৭ অক্টোবর আদালতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়ার আদেশ দেন বিচারক।

এর আগে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় আরেক আসামি এ বি সিদ্দিক ওরফে দীপুকে ২৭ অক্টোবর তিন দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ২৫ অক্টোবর রাতে রাজধানীর কলাবাগান সিগনালে এমপি হাজী মো. সেলিমের ‘সংসদ সদস্য’ লেখা সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধর করেন ডিএসসিসি ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিম।

এ ঘটনায় সে রাতেই মামলা দায়েরের পর সোমবার পুরান ঢাকায় তার বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩৮টি ওয়াকিটকি, বিদেশি মদ ও অস্ত্র উদ্ধার করে র‌্যাব। ইরফানকে ১৮ মাস ও তার দেহরক্ষী মো. জাহিদকে ছয় মাস কারাদণ্ড দেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

The post ইরফান ও দেহরক্ষী জাহিদ ৩ দিনের রিমান্ডে appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%b0%e0%a6%ab%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%93-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%80-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a6-%e0%a7%a9-%e0%a6%a6/

No comments:

Post a Comment