Saturday, October 31, 2020

বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু না করতে সম্মত আজারবাইজান-আর্মেনিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলেও যুদ্ধে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু না করতে সম্মত হয়েছে আজারবাইজান ও আর্মেনিয়া। শুক্রবার জেনেভায় ‘মিনস্ক গ্রুপের’ কো-চেয়ার রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের উদ্যোগে দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর এক বিবৃতিতে এ কথা বলা হয়।

মিনস্ক গ্রুপের বিবৃতিতে বলা হয়, দু’পক্ষ আগে স্বাক্ষরিত মানবিক যুদ্ধবিরতি মেনে চলার বিষয়ে সম্মত হয়েছে।

ডন জানায়, শুক্রবারের বিবৃতিতে নতুন করে যুদ্ধবিরতির কথা উল্লেখ করা না হলেও দু’পক্ষই ‘জরুরি ভিত্তিতে কিছু পদক্ষেপ নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে’। এতে বলা হয়, ‘আন্তর্জাতিক আইন অনুযায়ী ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা না করতে সম্মত হয়েছে দুই দেশ।’ একই সঙ্গে যুদ্ধক্ষেত্রে নিহতদের লাশ হস্তান্তরে সক্রিয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে তারা একমত হয়েছে।

এছাড়াও যুদ্ধবন্দিদের সঙ্গে সাক্ষাৎ এবং চূড়ান্ত পর্যায়ে তাদের হস্তান্তরে এক সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত তালিকা রেড ক্রসকে প্রদানের কথাও বলেছে দু’দেশ।

The post বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু না করতে সম্মত আজারবাইজান-আর্মেনিয়া appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%8d/

No comments:

Post a Comment