Saturday, October 31, 2020

ফ্রান্সের আভিনিওঁ শহরে হামলাকারী ছিল ‘উগ্র ডানপন্থী খ্রিস্টান’!

আন্তর্জাতিক ডেস্ক:

গত বৃহস্পতিবার ফ্রান্সের নিস শহরে গির্জায় হামলার তিনজন নিহত হয়েছেন। এরমধ্যে এক নারীর শিরশ্ছেদ করা হয়েছে। এর কয়েক ঘন্টার মধ্যেই দক্ষিণাঞ্চলীয় আভিনিওঁ শহরের একটি এলাকায় পুলিশের গুলিতে এক বন্দুকধারী নিহত হয়েছে। ফরাসি গণমাধ্যমের মতে ওই ব্যক্তি ‘আল্লাহু আকবর’ বলে বন্দুক নিয়ে পথচারী এবং পুলিশের ওপর চড়াও হওয়ার চেষ্টা চালিয়েছিল।

এক সাংবাদিকের সূত্রে আল-জাজিরা জানিয়েছে, দ্বিতীয় ঘটনায় নিহত বন্দুকধারী ছিল উগ্র ডানপন্থী খ্রিস্টান। যে অভিবাসী-বিরোধী এবং ইসলাম-বিরোধী সংগঠন ‘ডিফেন্ড ইউরোপে’র সদস্য।

এই পরিচয় প্রকাশ পাবার পরই ঘটনার মোড় অন্যদিকে ঘুরিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে। ফরাসী পত্রিকা লে ফিগারো বলছে, নিহত বন্দুকধারী অসুস্থ। তার চিকিৎসা চলছিলো। এবং তার কোনও সন্ত্রাসী উদ্দেশ্য রয়েছে বলে রাষ্ট্রপক্ষ বিশ্বাস করে না।

‘ডিফেন্ড ইউরোপ’ বা ‘আইডেন্টিটি মুভমেন্ট’ গত শতাব্দীর শেষে প্রতিষ্ঠিত একটি ইউরোপীয় রাজনৈতিক আন্দোলন। এটি অভিবাসনের ফলে সংগঠিত সামাজিক এবং ডেমোগ্রাফিক পরিবর্তনগুলো থেকে ইউরোপের পরিচয় অক্ষুণ্ন রাখার দাবি করে। এর বেশ কয়েকটি শাখা রয়েছে যার মধ্যে সর্বাধিক বিখ্যাত ’আইডেন্টিডি জেনারেশন’ যুব আন্দোলন।

রাকিব/

The post ফ্রান্সের আভিনিওঁ শহরে হামলাকারী ছিল ‘উগ্র ডানপন্থী খ্রিস্টান’! appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%93%e0%a6%81-%e0%a6%b6%e0%a6%b9%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b9/

No comments:

Post a Comment