Friday, October 30, 2020

জন্মস্থান জেরুজালেমের পরিবর্তে ইজরাইল লিখতে পারবে: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের যেসব নাগরিক জেরুজালেমের জন্মগ্রহণ করেছিলেন, তারা এখন থেকে পাসপোর্ট ও অন্যান্য সরকারি নথিপত্রে নিজেদের জন্মস্থান হিসেবে ইজরাইল লিখতে পারবে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। খবর আনাদোলু এজেন্সি।

বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জেরুজালেমে জন্মগ্রহণ করা যুক্তরাষ্ট্রের নাগরিকরা জন্মস্থান হিসেবে ইজরাইল উল্লেখ করতে পারবে। তাছাড়া আবেদনকারীরা কনস্যুলা সংশ্লিষ্ট যেকোনো ডকুমেন্টে জন্মস্থান হিসেবে জেরুজালেম বা ইজরাইল উল্লেখ করার অনুরোধ করতে পারবে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘জন্মস্থানের তালিকায় ইজরাইল, গাজা উপত্যকা, গোলান ভূমি, জেরুজালেম ও পশ্চিম তীর বিষয়ক নির্দেশনা অপরিবর্তিত থাকবে।’

পম্পেও ঘোষিত পাসপোর্ট সংক্রান্ত নতুন নির্দেশনা মতে জেরুজালেমকে ইজরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া হলো। প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষিত মধ্যপ্রাচ্য সংঘাত সমাধানকে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।

The post জন্মস্থান জেরুজালেমের পরিবর্তে ইজরাইল লিখতে পারবে: যুক্তরাষ্ট্র appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0%e0%a7%81%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0/

No comments:

Post a Comment