Monday, October 26, 2020

সৌদির আবহা বিমানবন্দরে ড্রোন হামলা

ফাতেহ ডেস্ক:

সৌদি আরবের আসির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে আবারো ড্রোন হামলা চালানো হয়েছে। ইয়েমেনের বিদ্রোহী হুথি সমর্থিত আনসারুল্লাহ আন্দোলনের সেনারা এ হামলা চালিয়েছে।

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলার জবাবে তারা এ হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। আনসারুল্লাহর সামিরক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি ড্রোন হামলার কথা স্বীকার করে বলেন, ওই হামলায় স্থানীয়ভাবে তৈরি সামান্দ-৩ ড্রোন ব্যবহার করা হয়েছে।

ড্রোনগুলো প্রত্যাশিত লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে বলেও দাবি করেন এই জেনারেল।

তিনি বলেন, সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট যেভাবে ইয়েমেনে আগ্রাসন চালাচ্ছে এবং সর্বাত্মক অবরোধ করে রেখেছে, তাতে ইয়েমেনি বাহিনীর এ ধরনের হামলা চালানোর পূর্ণ অধিকার রয়েছে।

খবরে বলা হয়েছে, রোববার দিনের প্রথম ভাগে হুথি সমর্থিত যোদ্ধারা সৌদি আরবের কিং খালিদ বিমানঘাঁটিতে ড্রোনের মাধ্যমের হামলা চালায়। ওই হামলায় ইয়েমেনে তৈরি কাসেফ-২ কম্ব্যাট ড্রোন ব্যবহার করা হয় বলে জেনারেল সারিয়ির বরাত দিয়ে খবরে বলা হয়েছে।

The post সৌদির আবহা বিমানবন্দরে ড্রোন হামলা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%b9%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a1/

No comments:

Post a Comment