Sunday, June 19, 2022

অনলাইন শপেও বেড়ে গেছে নৌকার দাম

ফাতেহ ডেস্ক:

সিলেট সুনামগঞ্জে বন্যার জেরে বেড়ে গেছে নৌকাভাড়া। এমনকি মাঝিরা ১০ কিলোমিটারের ভাড়া চাইছে ৫০ হাজার টাকা। ইতোমধ্যে বিষয়টি নিয়ে বেশ তোলপাড় হয়েছে। কিন্তু এবার নৌকার দামই বাড়িয়ে দিয়েছে অনলাইন শপগুলো।

এমনই একটি অভিযোগ শেয়ার করেছেন সরকার নিবন্ধিত আয়ুর্বেদিক, ইউনানি এবং হোমিওপ্যাথিক ডাক্তার মো. ফয়জুল হক। তার শেয়ার করা স্ক্রিনশটে দেখা যাচ্ছে, সকাল ১১.৪২ মিনিটে নৌকার দাম অথবা ডটকমে ছিল ১৮৪০৯ টাকা। সেই নৌকার দামই দুপুর ২.৫৪ মিনিটে দাম দেখাচ্ছে ২৫০২০ টাকা।

ফয়জুল হক লিখেছেন, ‘একটা নৌকা কেনার জন্য ‘অথবা ডটকমে’ এ গিয়ে নৌকা পছন্দ করলাম । সকালে পছন্দের নৌকার স্ক্রিনশট নিয়ে তাদের কাস্টমার কেয়ারের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলাম । তখন দাম দেওয়া ছিল 18409 টাকা । আর এখন অর্ডার দিতে গিয়ে দেখি 25020 টাকা ! সম্ভবত এরাও সিলেট সুনামগঞ্জের বন্যার সুবিধা নিতেছে।’

May be an image of text that says "11:42 AM 147KB/s P 88% Buy Support FRP Boat 12' Online at Best Price othoba. com othoba .com Search here... Support FRP Boat 12' Brand: Support FRP Boats SKU: RPL04455 Seller: RPL Distribution ☆☆☆☆☆ f Tk20455 Tk18409"

May be an image of text that says "2:54 M X 90.4KB/s Buy Support FRP Boat 12' Online at Best Price ... " othoba.com com othoba com Search here... Support FRP Boat 12' Brand: Support FRP Boats SKU: RPL04455 Seller: RPL Distribution ☆☆☆☆☆ f T27800 Tk 25020"

The post অনলাইন শপেও বেড়ে গেছে নৌকার দাম appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%b6%e0%a6%aa%e0%a7%87%e0%a6%93-%e0%a6%ac%e0%a7%87%e0%a7%9c%e0%a7%87-%e0%a6%97%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%8c%e0%a6%95/

No comments:

Post a Comment