Wednesday, June 29, 2022

‘র‌্যাগ ডে’ নিষিদ্ধ: ঢাবিতে নতুন নামে ফিরছে র‌্যাগ ডে কালচার

ফাতেহ ডেস্ক:

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ‘র‌্যাগ ডে’-র নামে অপসংস্কৃতির অভিযোগ নিয়ে নানান আলোচনা-সমালোচনার এক পর্যায়ে উচ্চ আদালতে গড়ায় বিষয়টি। হাইকোর্ট এ সংক্রান্ত একটি রিট আবেদনের শুনানি নিয়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে র‌্যাগ ডে’র নামে বুলিং, নগ্নতা ও অপসংস্কৃতি বন্ধের নির্দেশ দেন। অবশ্য এর আগেই ২০২০ সালেই র‌্যাগ ডে নিষিদ্ধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এবার সেই ‘র‌্যাগ ডে’র বিশ্ববিদ্যালয়টিতে ফিরে আসছে নাম পরিবর্তন করে। ঢাবি কর্তৃপক্ষ এই র‌্যাগ ডে কালচারের নতুন নামকরণ করেছে ‘শিক্ষা সমাপনী উৎসব’। আর এই উৎসব পালনে আটটি নীতিমালাও তৈরি করেছে বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভা।

বুধবার (২৯ জুন) বিকালে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে এখন থেকে এটি ‘শিক্ষা সমাপনী উৎসব’ নামে চলবে এবং এ ক্ষেত্রে আটটি নিয়মও মানতে হবে। নিয়মগুলো হলো- ‘র‌্যাগ ডের পরিবর্তে একদিনের এ অনুষ্ঠানটির নামকরণ হবে ‘শিক্ষা সমাপনী উৎসব’; সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যান বা ইনস্টিটিউটের পরিচালক ও ছাত্র উপদেষ্টা শিক্ষার্থীদের সঙ্গে সভা করে অনুষ্ঠান সূচি চূড়ান্ত করবে; নিজ নিজ বিভাগ বা ইনস্টিটিউটের ভবন চত্বরে উদ্বোধনী অনুষ্ঠান করা যাবে; টিএসসিতে সমবেত হয়ে পথচারীদের চলাচল স্বাভাবিক রেখে র‍্যালি করা যাবে এবং ক্লাস চলাকালীন উচ্চস্বরে বাদ্য-বাজনা পরিহার করতে হবে।

এছাড়াও বিভাগ বা ইনস্টিটিউটের সংশ্লিষ্টতায় দুপুরে অথবা রাতে আপ্যায়নের ব্যবস্থা করা যাবে, শিক্ষা সমাপনী উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ১০টার মধ্যে শেষ করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কাজ থেকে বিরত থাকতে হবে।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল-২০২০ সালের সেপ্টেম্বরে র‌্যাগ ডে অনুষ্ঠানকে নিষিদ্ধ করে। পরে উপ-উপাচার্যকে (প্রশাসন) প্রধান করে গঠিত কমিটি ৯টি নীতিমালা তৈরি করে সিন্ডিকেটে অনুমোদনের জন্য উপস্থাপন করে।

The post ‘র‌্যাগ ডে’ নিষিদ্ধ: ঢাবিতে নতুন নামে ফিরছে র‌্যাগ ডে কালচার appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97-%e0%a6%a1%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf/

No comments:

Post a Comment