Thursday, June 30, 2022

লবনের বাজার ঠিক, চামড়ার দাম বাড়ার প্রত্যাশা ব্যবসায়ীদের

ফাতেহ ডেস্ক:

আন্তর্জাতিক বাজারে চামড়ার দাম বাড়ায় এবার কোরবানি ঈদে চামড়ার দাম বাড়বে বলে মনে করছেন চামড়া ব্যবসায়ী সমিতি। তারা আশা করছেন। কাঁচা চামড়ার গুণগত মান বজায় রাখা ও লবনের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে মতবিনিময় সভায় এ তথ্য জানান বাংলাদেশ চামড়া ব্যবসায়ী সমিতির সভাপিত মো. আফতাব খান।

বুধবার (২৯ জুন) রাজধানীর কারওয়ান বাজারে ভোক্তা অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ভোক্তা অধিদপ্তর এর আয়োজন করে। প্রতিষ্ঠানটির মহাপরিচালক ও অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আফতাব খান বলেন, গরীব মানুষ চামড়ার ন্যায্য দাম পাবেন এবার। কাঁচা চামড়ার ব্যবসায়ীরাও সেটা চান। এছাড়া বাজারে চামড়ার চাহিদা বেড়েছে। গত বছরের চেয়ে এ বছর দাম বাড়তে পারে।

তিনি জানান, গত বছর লবণ দেওয়ার আগে কোরবানির পশুর কাঁচা চামড়া বিক্রি হয়েছে সর্বনিম্ন ৩০০ আর সর্বোচ্চ ৯০০ টাকায়। গড়ে এসব চামড়া ৭০০ টাকায় বিক্রি হয়েছিল। এছাড়া লবণযুক্ত চামড়ার দর ছিল ৯০০ থেকে ১ হাজার ৫০ টাকা। চামড়ার মোট মূল্যের ২০ শতাংশই যায় লবণ আর কেমিকেলে। সেসবের পর্যাপ্ত মজুদ থাকলে চামড়া সংরক্ষণে সমস্যা হবে না। ভালো দাম পাওয়া যাবে।

বাজারে লবণের সংকট নেই উল্লেখ করে বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির সভাপতি নুরুল কবির বলেন, ‘আমাদের হাতে এখন তিন থেকে সাড়ে তিন লাখ টন লবণ মজুত আছে। সেখানে এই ঈদে লবণের প্রয়োজন হবে ৫৫ থেকে ৫৬ হাজার টন। তাই চামড়া সংরক্ষণের জন্য লবণের কোনো সংকট হওয়ার কথা নয়। আবার সরকার লক্ষাধিক টন লবণ আমদানির অনুমতি দিতে যাচ্ছে। সেটা ঈদের পরপরই বাজারে আসবে। তাই সরবরাহ নিয়ে চিন্তা নেই।’

গরম আবহাওয়ার কারণে পশু জবাইয়ের পাঁচ থেকে ছয় ঘণ্টার মধ্যে কোরবানিদাতাদের চামড়ায় লবণ লাগানোর আহ্বান জানিয়ে বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আফতাব খান বলেন, ‘২০১০ সালের আগে চামড়ায় এখনকার চেয়ে চার গুণ বেশি দাম পাওয়া যেত। এরপর দাম কমতে থাকে। তবে এবার চামড়ার দাম একটু বাড়বে। কিন্তু মৌসুমি লবণ ব্যবসায়ীরা যাতে দাম বাড়াতে না পারেন, তা নিয়ে সজাগ থাকতে হবে। যেহেতু গরমকাল, চামড়া দ্রুত সংরক্ষণও করতে হবে। তাতে সবাই লাভবান হবেন।’

লবণের বাজার স্থিতিশীল রাখতে বাজারে অভিযান চালানো হবে বলে জানান ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান। তিনি বলেন, সারা বছরের চামড়ার অর্ধেক এই ঈদে পাওয়া যায় এবং এটা জাতীয় সম্পদ। তাই এটি সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে। লবণের দাম বস্তাপ্রতি (৫০ কেজি) ১৫০ থেকে ২০০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ১ হাজার ১০০ টাকায়। বলা হচ্ছে, এই দাম যৌক্তিক। চাষিদের সুরক্ষারও প্রয়োজন আছে। তবে ঈদকে কেন্দ্র করে দাম বাড়ানোর অভিযোগ এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

মুক্ত আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের বাণিজ্য নীতি বিভাগের সহকারি প্রধান মাহমুদুল হাসান বলেন, লবণ দেওয়ার পর চামড়ার মূল্য কত হবে, তা নির্ধারণ করা দরকার। এখন বিশ্ববাজারে চামড়ার বেশ চাহিদা রয়েছে। তাই এবার চামড়ার দাম ভালো হওয়ার কথা।

উল্লেখ্য, ঈদুল আযহা উপলক্ষে লবণের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখা এবং কাঁচা চামড়ার গুণগত মান বজায় রাখতে এ সভার আয়োজন করে জাতীয় ভোক্তা অধিকার-সংরক্ষণ অধিদপ্তর। এ সভায় চামড়ার দাম ও লবণের মজুদ নিয়ে আলোচনা হয়।

The post লবনের বাজার ঠিক, চামড়ার দাম বাড়ার প্রত্যাশা ব্যবসায়ীদের appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a0%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%ae%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be/

No comments:

Post a Comment