Monday, June 20, 2022

নারায়ণগঞ্জে গড়ে প্রতিদিন ৮টির বেশি সংসার ভাঙছে

ফাতেহ ডেস্ক:

নারায়ণগঞ্জে বেশ উদ্বেগজনক হারে বাড়ছে বিবাহবিচ্ছেদের সংখ্যা। প্রতিদিন গড়ে ৮-এর বেশি বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটছে। যৌতুকের জন্য নির্যাতন, মাদকাসক্তি, বিবাহবর্হিভূত সম্পর্ক, দ্বিতীয় বিয়ে, পারিবারিক কলহ, অভাব-অনটন, বনিবনা না হওয়াসহ নানা কারণে এ বিচ্ছেদের সংখ্যা বাড়ছে।

নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রার কার্যালয় সূত্র বলছে, ২০২১ সালের হিসাব অনুযায়ী মুসলিম শরিয়াহ মোতাবেক নারায়ণগঞ্জে বিয়ের রেজিস্ট্রি হয়েছে ৮ হাজার ১৮৩টি। এর মধ্যে বিচ্ছেদ হয়েছে ৩ হাজার ১৪২ জনের। সে হিসাবে প্রতিদিন গড়ে আটটির বেশি বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটেছে।

২০২০ সালের একটি তথ্য বলছে, ওই বছর জেলায় ৭ হাজার ৩২৬টি বিয়ে রেজিস্ট্রি হয়। তার মধ্যে বিচ্ছেদ হয়েছে ২ হাজার ৫৬৩টি। ২০১৯ সালে ৯ হাজার ৭১৫টি বিয়ের রেজিস্ট্রি হয়েছে। এর মধ্যে বিচ্ছেদ হয়েছে ৩ হাজার ২৯৮টি।

এর আগের বছর ২০১৮ সালে ১০ হাজার ১২৩টি বিয়ে রেজিস্ট্রি হয়েছে। বিচ্ছেদ হয়েছে ৩ হাজার ৪৮৩টি। এসব পরিসংখ্যান বলছে নারায়ণগঞ্জে বেশ আশঙ্কাজনক হারে বেড়েছে বিবাহবিচ্ছেদ।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তালাকবিষয়ক বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য সচিব মোহাম্মদ হান্নান মিয়া গণমাধ্যমকে বলেন, ‘গত এক বছরে আমাদের এখানে বিবাহবিচ্ছেদের আবেদন জমা পড়েছে মোট ৯৮১টি। সবগুলো আবেদন বিচ্ছেদে পরিণত হয়েছে।’

বিবাহবিচ্ছেদ রোধে করণীয় বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল বলছেন, মনের অমিল হলে অথবা সামান্য কোনো বিষয়ে ঝগড়া হলেই বিবাহবিচ্ছেদ হয়ে যাচ্ছে। এসব প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। ছাড় দেওয়ার প্রবণতা বাড়াতে হবে।

মাদকাসক্ত, বেকারত্ব, অভাব-অনটন, নারী নির্যাতন, মোবাইল-ইন্টারনেটের নেতিবাচক প্রভাবে বিবাহবর্হিভূত সম্পর্কে জড়ানোর ফলে তালাকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে মনে করেন এ আইনজীবী।

The post নারায়ণগঞ্জে গড়ে প্রতিদিন ৮টির বেশি সংসার ভাঙছে appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f%e0%a6%a3%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%97%e0%a7%9c%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8/

No comments:

Post a Comment