Monday, June 13, 2022

ওটিটিতে অশ্লীলতা: নিয়ন্ত্রণে খসড়া নীতিমালা হাইকোর্টে দাখিল

ফাতেহ ডেস্ক:

অনলাইন প্ল্যাটফর্ম ওটিটি (ওভার দ্যা টপ) থেকে (যেমন : হইচই, নেট ফ্লিক্স, অ্যামাজন, বঙ্গবিডি) অশ্লীলতা রোধ, রাজস্ব আদায় এবং এসব প্লাটফর্ম নিয়ন্ত্রণে চূড়ান্ত খসড়া নীতিমালা হাইকোর্টে দাখিল করা হয়েছে।

সোমবার (১৩ জুন) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি ফাতেমা নজীবের হাইকোর্ট বেঞ্চে তথ্য মন্ত্রণালয় এ নীতিমালা দাখিল করেছে।

রিটের পক্ষের আইনজীবী তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২১ জানুয়ারি অনলাইন ওটিটি প্ল্যাটফর্ম হইচই, নেট ফ্লিক্স, অ্যামাজন, বঙ্গবিডি থেকে অশ্লীলতা রোধ, রাজস্ব আদায় এবং এসব প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে চূড়ান্ত নীতিমালা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. তানভীর আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
২০২১ সালের ৭ সেপ্টেম্বর এ সংক্রান্ত নীতিমালা করতে কমিটি গঠন করে বিটিআরসি।

একই বছরের ১৮ জানুয়ারি ওটিটি থেকে অশ্লীলতা রোধ, রাজস্ব আদায় এবং এসব প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে খসড়া নীতিমালা প্রণয়নের নির্দেশ দেন হাইকোর্ট।

 

The post ওটিটিতে অশ্লীলতা: নিয়ন্ত্রণে খসড়া নীতিমালা হাইকোর্টে দাখিল appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%93%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%85%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%80%e0%a6%b2%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/

No comments:

Post a Comment