Monday, June 20, 2022

রাষ্ট্রপ্রধানদের সংসদের পাশে সমাধিস্থ করার দাবি সংসদে

ফাতেহ ডেস্ক:

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সংসদকে জানিয়েছেন, আগামীতে রাষ্ট্র ও সরকারপ্রধান মৃত্যুবরণ করলে পরিস্থিতি বিবেচনায় সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত সাপেক্ষে জাতীয় সংসদ ভবন বা এর আশপাশের বিশেষ এলাকায় সমাধিস্থ করার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

রোববার (১৯ জুন) জাতীয় সংসদ অধিবেশনে লিখিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য মো. ফখরুল ইমাম জানতে চান ‘আগামীতে রাষ্ট্র ও সরকারপ্রধান মৃত্যুবরণ করলে তাদেরকে জাতীয় সংসদ ভবন বা এর আশপাশের বিশেষ এলাকায় সমাধিস্থ করার উদ্যোগ গ্রহণ করা হবে কি না? না হলে তার কারণ কী?’

লিখিত জবাবে প্রতিমন্ত্রী ইতিবাচক মতামত ব্যক্ত করেন।

The post রাষ্ট্রপ্রধানদের সংসদের পাশে সমাধিস্থ করার দাবি সংসদে appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0/

No comments:

Post a Comment