Tuesday, June 28, 2022

সাড়ে ৬ কোটি টাকার ত্রাণ বিতরণ করল আস সুন্নাহ ফাউন্ডেশন

ফাতেহ ডেস্ক:

বন্যা দুর্গতদের মাঝে আস সুন্নাহ ফাউন্ডেশন মোট ১০৩২.৩২৮ মেট্রিক টন ত্রাণ সামগ্রী বিতরণ করছে। যার সিংহভাগ বিতরণ সম্পন্ন হয়েছে। তবে কিছু মালামাল এখনো বিতরণ চলছে। যা দুয়েকদিনের মধ্যে শেষ হবে।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাত পরিচালক শায়খ আহমাদুল্লাহ জানিয়েছেন, প্রাথমিক ত্রাণে এখনো পর্যন্ত মোট ৬ কোটি ৪৫ লাখ ৯৫ হাজার ২৪৮ টাকা ব্যয় হয়েছে। শীঘ্রই ব্যপকভাবে বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করবো আমরা ইন শা আল্লাহ। এটা প্রাথমিক হিসাব। চূড়ান্ত হিসাব (পুনর্বাসনসহ) পুরো কার্যক্রম শেষ হলে সচিত্র প্রতিবেদনে জানানো হবে ইন শা আল্লাহ।

তিনি আরও বলেছেন, বাজারের তুলনামূলক ভালো জিনিসটা আমরা যথাসাধ্য কম দামে কেনার চেষ্টা করেছি। বাজার ওঠানামার কারণে স্বল্প বিরতিতে কেনা একই জিনিসের কোনো কোনোটির দামে কিঞ্চিৎ হেরফের হয়েছে। নষ্ট হওয়ার আশংকা থেকে দ্রুত পঁচনশীল কোনো কিছু দেওয়া হয়নি। চালটা সবচেয়ে প্রয়োজনীয় হওয়ায় চাল বেশি করে বিতরণ করা হয়েছে। খুব বেশি উল্লেখযোগ্য কোন বড় ফিগারের দান আমাদের জানা মতে তহবিলে জমা হয়নি। আপামর সাধারণ মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র দানেই গড়ে উঠেছে কোটি টাকার তহবিল।

উল্লেখ্য, আস-সুন্নাহ ফাউন্ডেশন যে কোনো প্রজেক্ট পরিচালনা শেষে বিস্তারিত হিসাব প্রকাশ করে থাকে।

The post সাড়ে ৬ কোটি টাকার ত্রাণ বিতরণ করল আস সুন্নাহ ফাউন্ডেশন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a7%ac-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%95/

No comments:

Post a Comment