Saturday, June 25, 2022

গুলি করে ফিলিস্তিনি কিশোরকে ইজরাইলের হত্যা

আন্তর্জাতিক ডেস্ক:

অবরুদ্ধ পশ্চিম তীরে ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। শনিবার সিলওয়াদের কাউন্সিলর এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার বিকেলে রামাল্লাহর সিলওয়াদ গ্রামের মোহাম্মদ হামাদ নামে ১৬ বছরের ওই কিশোরকে গুলি করে ইসরাইলি সেনারা। এর ঘণ্টাখানেক পর তার মৃত্যু হয়।

এ ব্যাপারে ইসরাইলি সেনারা কোনো মন্তব্য করেনি।

কাউন্সিলর বলেন, কিশোরটি প্রতিবেশী ওফারা এলাকায় যাওয়ার সময় ইসরায়েলি সৈন্যরা গুলি ছোঁড়ে। এ ঘটনায় ফিলিস্তিনি ও ইসরাইলের মধ্যকার উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছে।

সূত্র : আরব নিউজ

The post গুলি করে ফিলিস্তিনি কিশোরকে ইজরাইলের হত্যা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8b/

No comments:

Post a Comment