Saturday, June 18, 2022

ছবিটি বাংলাদেশ কিংবা আরাকানের নয়

রাকিবুল হাসান নাঈম:

সম্প্রতি একটি ছবি কেউ কেউ শেয়ার করছেন। শেয়ারকারীরা বলছেন, ছবিটি বাংলাদেশের বন্যার। তবে ছবিটি বাংলাদেশের নয়, এতটুকু নিশ্চিত হয়ে তারা পোস্ট ডিলেট করে দিয়েছেন। আসলে ছবিটি কোথাকার?

ইয়ানডেক্সে খোঁজ করে জানা গেছে, ছবিটি আরাকানের রোহিঙ্গাদের বলে একটা প্রসিদ্ধি আছে। সার্চ করলেই দেখা যায় টুইটারে শেয়ার করা অসংখ্য পোস্ট, ২০১৭ সালের। রোহিঙ্গাদের উপর চলা নৃশংস হতাযজ্ঞের সময় আরাকানের রোহিঙ্গাদের পালিয়ে আসার ছবি বলে বলা হচ্ছে। টুইটারের কিছু পোস্ট দেখতে পারেন এখানে, এখানে, এখানে, এখানে

তারপরেই গুগল রিভার্স ইমেজ সার্চে খোঁজ করে পাওয়া গেলো ভিন্ন তথ্য। ছবিটি আরাকান কিংবা বাংলাদেশের নয়, পাকিস্তানের লাহোরের। পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরের খালটি বেশ বিখ্যাত। gettyimages এর তথ্যনুযায়ী, ছবিটি ২০১৫ সালের ৫ জুলাইয়ে তোলা। মূলত লোকজন গ্রীষ্মের অবসরে তীব্র গরমে জলকেলিতে মেতে উঠেছিল।

 

\"\"

ছবিটি যে আরাকানের নয়, বরং পাকিস্তানের, এ নিয়ে ফ্যাক্ট চেকিং সংস্থা Teyit  ২০১৭ সালে একটি প্রতিবেদন করেছিল। তাতে বলেছিল, ভৌগোলিক গঠন এবং মানুষের দৈনন্দিন পোশাকের কথা বিবেচনা করেও বলা যেতে পারে যে, স্থানটি আরাকান নয়। Teyit আরাকানের ভুয়া ছবি পরীক্ষাকারী ফ্যাক্ট চেকিং সাইট অবজারভারের সূত্রে বলেছে, ছবিটি লাহোরের। Teyit এর প্রতিবেদন দেখুন এখানে

সুতরাং বাংলাদেশের প্রেক্ষিতে ছবিটি ব্যবহার করা বিভ্রান্তিকর।

The post ছবিটি বাংলাদেশ কিংবা আরাকানের নয় appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9b%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%be/

No comments:

Post a Comment