Monday, June 6, 2022

দুই বছরের মধ্যে বেসামরিক শাসনে ফিরবে মালি, ডিক্রি জারি

আন্তর্জাতিক ডেস্ক:

আগামী দুই বছরের মধ্যে বেসামরিক শাসনে ফেরার ডিক্রি জারি করেছে মালির সেনা সরকার। ২০২০ সালের মার্চে দেশটিতে সেনা অভ্যুত্থান হয়। আগাম সাধারণ নির্বাচনের ডেডলাইন পূরণে ব্যর্থ হওয়ায় দেশটি ব্যাপক নিষেধাজ্ঞায় পড়ছে।

মালির সামরিক নেতা কর্নেল অসিমি গোইতার স্বাক্ষরিত ডিক্রি সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়। এতে বলা হয়, সেনা শাসন থেকে বেসামরিক শাসনে স্থানান্তরের সময়কাল (ট্রানজিশন পিরিয়ড) হবে ২৪ মাস (২০২২ সালের ২৬ মার্চ)।

মালির সেনাবাহিনী বলছে, পশ্চিম আফ্রিকান অর্থনৈতিক গোষ্ঠীর (ইসিওডব্লিউএএস) সঙ্গে অগ্রসর আলোচনার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মালির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তোলা হবে বলেও আশা করছে সেনাশাসক।
তবে আফ্রিকান জোট ইসিওডব্লিউএএস তাৎক্ষণিকভাবে মালির ২৪ মাস সেনাশাসন সীমার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সূত্র: আল জাজিরা

The post দুই বছরের মধ্যে বেসামরিক শাসনে ফিরবে মালি, ডিক্রি জারি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95/

No comments:

Post a Comment