Saturday, June 25, 2022

২০ বছর পর একই সময়ে হজ ও খেজুরের মৌসুম

আন্তর্জাতিক ডেস্ক:

২০ বছর পর প্রথমবারের মতো খেজুরের ফসল ও হজ মৌসুম একসাথে হচ্ছে। এবার হজযাত্রীরা মদিনা মুনাওয়ারায় তাজা খেজুর পাবেন এবং তা খেতেও পারবেন। একইসাথে এ সময়ে খেজুর বেশ কম দামে পাওয়া যাবে। সৌদি মিডিয়ার বরাতে ডেইলি জং এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মদিনা মুনাওয়ারায় জুন মাসে তাজা খেজুর গাছ থেকে নামানো হয়। এ কারণে বাজারে প্রতিদিন তাজা খেজুর পাওয়া যায়।

বর্তমানে মদিনায় রোতানা, আজওহা, লুনা ও রাবিয়া ছাড়াও কয়েক ধরনের খেজুর রয়েছে। ব্যবসায়ীরা জানান, রোতানা খেজুরটি সবচেয়ে বেশি বিক্রি হয়।

The post ২০ বছর পর একই সময়ে হজ ও খেজুরের মৌসুম appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a7%a8%e0%a7%a6-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%87-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%9c-%e0%a6%93-%e0%a6%96%e0%a7%87%e0%a6%9c%e0%a7%81/

No comments:

Post a Comment