ফাতেহ ডেস্ক:
অতি বৃষ্টি এবং পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ৮টি ইউনিয়নের অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন ওই ইউনিয়নগুলোর হাজার হাজার বাসিন্দা। উপজেলার সোমেশ্বরীর শাখা নদী উব্ধাখালি নদীর পানি উপচে গ্রামীণ রাস্তাঘাটসহ বিভিন্ন বাজার ও প্রতিষ্ঠান পানিতে তলিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। অপরদিকে দুর্গাপুর উপজেলার দুটি ইউনিয়ন রয়েছে বিচ্ছিন্ন।
জানা গেছে, টানা এক সপ্তাহের অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে নেত্রকোনার প্রধান প্রধান নদ নদীর পানি বাড়তে থাকে। ফলে নদী তীরবর্তী এলাকাগুলো পানিতে তলিয়ে যায়। শুক্রবার সকাল থেকে সোমেশ্বরী নদীর পানি বেড়ে বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। কলমাকান্দায় সোমেশ্বরীর শাখা নদী উব্ধাখালি দিয়ে ৫৬ সেন্টিমিটার থেকে রাত পর্যন্ত ৭০ সেন্টিমিটার বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হয়।
ফলে কলমাকান্দার ৮ উপজেলার ৩৪৫টি গ্রামের প্রায় সবগুলো এলাকাই প্লাবিত হয়েছে। ডুবে গেছে সদরের অফিস, হাসপাতালসহ উপজেলা চত্বর। গ্রামীণ রাস্তাঘাটসহ বিভিন্ন বাজার এবং নিচু বাড়িঘর। পাহাড়ের পাদদেশে প্রতিটি বাড়িঘরে কোমর পরিমাণ পানি। এছাড়াও জেলার পার্শ্ববর্তী দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের বাঁধ ভেঙ্গে যায়।
ফলে পুরো ইউনিয়ন এবং পাশের কুল্লাগড় ইউনিয়ন উপজেলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুর্গাপুর সদর উপজেলায় পৌর এলাকার মনপুরা বাঁধটিও ভেঙ্গে থানা, মসজিদসহ শহরের সকল সড়ক তলিয়ে যায়। অবশ্য ঘণ্টা কয়েক পরে এই পানি সরে যায়। কিন্তু নদী তীরের ডাকুমারা, শিবগঞ্জসহ বেশ কিছু এলাকা ভাঙ্গনের কবলে পড়ে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব উল আহসান জানান, তারা দিনভর গাওকান্দিয়া এবং কুল্লাগড়া ইউনিয়নে যাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু যেতে পারেন নি। তবে শুকনো খাবার পৌঁছে দিচ্ছেন। পাশাপাশি মাইকিং করা হচ্ছে। ওইসব এলাকার মানুষদের নিয়ে আসার কার্যক্রম অব্যাহত রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের উপজেলা ইঞ্জিনিয়ার মোবারক হোসেন জানান, ভারতের নেমে আসা ঢল সোমেশ্বরী দিয়ে দুর্গাপুর কলমাকান্দার লেঙ্গুরা হয়ে সুরমা নদীতে চলে যায়। আর এই সোমেশ্বরীর পানি উব্ধাখালি গুমাইখালি দিয়ে সুনামগঞ্জ জেলার মধ্যনগর দিয়ে প্রবেশ করে। সিলেট অঞ্চলের সমতল দুর্গাপুর কলমাকান্দার চেয়ে নিচু হওয়ায় ওই এলাকায় আগে প্লাবিত হয়। তবে এখন কলমাকান্দার সকল এলাকাই কম বেশি পানিতে তলিয়ে গেছে।
এদিকে জেলা প্রশাসকের সরকারি ফেসবুক পেইজে দেয়া তথ্য সূত্রে জানা গেছে, নেত্রকোনা জেলার ৬টি উপজেলার ৩৯টি ইউনিয়ন পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে বন্যা কবলিত হয়েছে। বন্যা পরিস্থিতি পর্যালোচনার জন্য জেলা ও উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। সার্বক্ষণিক পরিস্থিতি নজরদারিতে রাখা হচ্ছে।
The post বন্যায় ভাসছে নেত্রকোনার ৬ উপজেলা appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b8%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0/
No comments:
Post a Comment