Sunday, June 12, 2022

মহানবীকে কটূক্তির প্রতিবাদে মতিঝিলে নটরডেম শিক্ষার্থীদের বিক্ষোভ

ফাতেহ ডেস্ক:

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তির প্রতিবাদে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (১২ জুন) দুপুর ১২টার পর সাধারণ শিক্ষার্থীরা এ আন্দোলন করেন।

আন্দোলনরত শিক্ষার্থী মোহাম্মদ সাহারুল বলেন, কোনোভাবেই বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তি করা যাবে না। বিশ্ব নবী (সা.)-কে কেউ কটূক্তি করলে আমাদের কলিজায় আঘাত লাগে। আমরা তাকে ছাড়ব না।

এ বিষয়ে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত বলেন, বিশ্ব নবী (সা.)-কে কটূক্তির প্রতিবাদে মতিঝিলে নটর ডেমের সাধারণ শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বেশ কিছুক্ষণ বিক্ষোভ করেন। বর্তমান তারা রাস্তা ছেড়ে দিয়েছেন এবং বিক্ষোভ কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেছেন।

The post মহানবীকে কটূক্তির প্রতিবাদে মতিঝিলে নটরডেম শিক্ষার্থীদের বিক্ষোভ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%80%e0%a6%95%e0%a7%87-%e0%a6%95%e0%a6%9f%e0%a7%82%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ac/

No comments:

Post a Comment