ফাতেহ ডেস্ক:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্বাধীনতাবিরোধী শান্তি কমিটির তালিকা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। তালিকা প্রণয়নকারী তিনজন বীর মুক্তিযোদ্ধাকে আসামি করে আদালতে মামলা করেছেন আওয়ামী লীগের এক নেতা। এ তালিকার পক্ষে–বিপক্ষে অবস্থান নিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের অন্য নেতারা।
জানা গেছে, শান্তি কমিটির তালিকায় ২৪ জনের নাম আছে। তালিকার ২ নম্বরে রয়েছেন ঈশ্বরগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমানের বাবা মৃত আব্বাছ আলীর নাম। ৪ নম্বরে আছে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রফিকুল ইসলামের বাবা জাবেদ আলী ব্যাপারীর নাম। ২০১৭ সালে প্রণীত এ তালিকায় ঈশ্বরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের তিন বীর মুক্তিযোদ্ধার স্বাক্ষর আছে। তাঁরা হলেন তৎকালীন সহকারী কমান্ডার মো. নুরুল হক, সহকারী কমান্ডার মো. আবদুল হাই ও সাবেক কমান্ডার হাবিবুর রহমান আকন্দ।
তালিকায় স্বাক্ষরকারী কমান্ডার মো. হাবিবুর রহমান আকন্দ বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কর্মকর্তারা ঈশ্বরগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে স্বাধীনতাবিরোধীদের নাম সংগ্রহ করেছেন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের মুক্তিযোদ্ধারা তাঁদের সহায়তা করেছেন।
কয়েক দিন আগে শান্তি কমিটির এ তালিকা নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে। এরপর তালিকা প্রণয়নকারী তিন বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে গত বুধবার আদালতে মানহানির মামলা করেন ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রফিকুল ইসলাম।
The post ঈশ্বরগঞ্জের ‘শান্তি কমিটি’র তালিকায় জেলা আ.লীগ সভাপতির নাম! appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%88%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9f/
No comments:
Post a Comment