Wednesday, June 22, 2022

বন্যা শুধু দুর্ভোগের কারণ নয়, আশীর্বাদও: প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

বন্যা শুধু দুর্ভোগের কারণ নয়, এটি একদিক থেকে আশীর্বাদও বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “বন্যা একদিক থেকে আশীর্বাদ। কারণ, এতে ভূগর্ভস্থ্য পানির স্তর উন্নত হয়। জমির উর্বরতাও বাড়ে।”

প্রধানমন্ত্রী বলেন, আমরা বন্যা পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে। তারপরও আমাদের মনে রাখতে হবে, আমাদের বন্যার সঙ্গেই বসবাস করতে হবে। কেননা, নদীমাতৃক দেশ আমাদের। এখানে বৃষ্টি হবেই, বন্যা হবেই। এ জন্য উপযুক্ত অবকাঠামো আমাদের তৈরি করতে হবে।

বুধবার বেলা ১১টায় এক সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।

দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

The post বন্যা শুধু দুর্ভোগের কারণ নয়, আশীর্বাদও: প্রধানমন্ত্রী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a7%e0%a7%81-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/

No comments:

Post a Comment