Saturday, July 23, 2022

রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাসের ২ যাত্রী নিহত

ফাতেহ ডেস্ক:

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাইজপাড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় শ্রমিক বহনকারী বাসের দুই যাত্রী নিহত এবং কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন। রবিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল করিম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, শ্রমিক বহনকারী একটি বাস মাইজপাড়া এলাকায় রেললাইন অতিক্রম করছিল। সে সময় বাসটিকে ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনাগামী বলাকা কমিউটার এক্সপ্রেস ট্রেন ধাক্কা দেয়। এ সময় কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হন এবং দুই জন নিহত হন। তাদের স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

The post রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাসের ২ যাত্রী নিহত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%82%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d/

No comments:

Post a Comment