Wednesday, July 20, 2022

মিনিবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

ফাতেহ ডেস্ক:

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই জন।

বুধবার (২০ জুলাই) দুপুর ১২টায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার হেলিপ্যাড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত দুই জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা অটোরিকশার যাত্রী ছিলেন। তাদের পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন জানান, বাকেরগঞ্জে দুর্ঘটনায় নারীসহ পাঁচ জন মারা গেছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

The post মিনিবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%85%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%b6%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%98%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87/

No comments:

Post a Comment