ফাতেহ ডেস্ক:
রোহিঙ্গা গণহত্যা মামলা নিয়ে মিয়ানমারের আপত্তি খারিজ করেছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এতে মূল মামলা নিয়ে অগ্রসর হতে বাধা নেই। এখন মামলাটির আইনগত ব্যবস্থা অব্যাহত রাখতে বাংলাদেশকেই নেতৃত্ব দিতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এ বিষয়ে সাবেক পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বলেন, ‘রোহিঙ্গা সমস্যার রাজনৈতিক সমাধানের চেষ্টা করা হয়েছে এবং হচ্ছে। কিন্তু রাজনৈতিক সমাধানে প্রতিবন্ধকতা থাকলে আইনি পথ অবলম্বন করা হয়। ২০১৮ সালে ঢাকায় ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে মামলা করার বিষয়ে সিদ্ধান্ত হয় এবং ইসলামিক জোটের ওই সময়কার চেয়্যারম্যান হিসেবে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।’
ওআইসির মাধ্যমে গাম্বিয়া এই মামলা করেছে এবং গোটা বিষয়টিকে এ পর্যন্ত নিয়ে আসতে বাংলাদেশকে অনেক শ্রম দিতে হয়েছে বলেও তিনি জানান।
সাবেক পররাষ্ট্র সচিব আরও বলেন, ‘এখন বাংলাদেশের উচিত হবে দায়বদ্ধতা প্রতিষ্ঠার জন্য আইনগত বিষয়টিকে প্রাধান্য দিয়ে গোটা বিষয়ে নেতৃত্ব দেওয়া।’
মামলাটির রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়গুলোর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, মামলা পরিচালনায় প্রচুর অর্থের প্রয়োজন। পাশাপাশি গাম্বিয়ার রাজনৈতিক সমর্থনের প্রয়োজন হলেও বাংলাদেশের উচিত তাদের পাশে দাঁড়ানো।’
তিনি বলেন, ‘এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে যে, রোহিঙ্গারা যে গণহত্যার শিকার, সেটা প্রতিষ্ঠিত। সেজন্য তাদের বিষয়ে যেকোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাবধান হতে হবে। অন্যথায় বাংলাদেশের জন্যও সমস্যা তৈরি হতে পারে।’
The post রোহিঙ্গা গণহত্যা মামলায় নেতৃত্ব দিতে হবে বাংলাদেশকে appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be-%e0%a6%97%e0%a6%a3%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-5/
No comments:
Post a Comment