ফাতেহ ডেস্ক:
বিদ্যুৎতের লোডশেডিংয়ের বিষয়টি স্বীকার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এখন আমরা একটা সুনির্দিষ্ট সময় যদি ধরে দিই, যে একেক এলাকাভিত্তিক, যে কিছুক্ষণের জন্য সেখানে বিদ্যুতের কিছু লোড শেডিং হবে…হঠাৎ যাবে, হঠাৎ আসবে- (এমন) না, মানুষ প্রস্তুতি নিতে পারবে।’
মঙ্গলবার (৫ জুলাই) প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন সরকার প্রধান। গণভবন থেকে ভাচ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বিদ্যুতের ব্যাপারে আমাদের শুধু সাশ্রয়ীই হতে হবে না, আজকে যেমন আমি চিন্তাও করেছি আমি বলব, কিছুটা সময় বিদ্যুৎ উৎপাদন একটু কমিয়ে দিয়ে…আমাদের যেন বিদ্যুৎ উৎপাদনের যে উপাদানগুলো, সেগুলো যেন আমরা কম ব্যয় করতে পারি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের কিছু কিছু পদক্ষেপ এখন থেকেই যদি আমরা নিই, তাহলে আগামী দিনে যে আরও সমস্যাটা দেখা দিচ্ছে, সেটার থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারব।’
অনেক দেশই যে এখন জ্বালানি সংকটে ভুগছে, সে কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘ইউরোপের বিভিন্ন দেশ, এমনকি আমেরিকা, ইংল্যান্ড, বিভিন্ন দেশে যেমন মূল্যস্ফিতি বেড়েছে, তেমনি সেখানে বিদ্যুতের জন্যও এখন হাহাকার। তারা বলেই দিয়েছে, দিতে পারবে না। এই রকম নানা সমস্যা দেখা দিয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যদি সতর্ক হয়ে চলি, ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা হবে না। সেটুকু অন্তত বলতে পারি। আমি সবাইকে এই অনুরোধটা করব।’
তিনি বলেন, এখন আন্তর্জাতিক বাজারে বিদ্যুতের উৎপাদনের যে উপকরণগুলো, সেগুলোর দাম অত্যাধিক বৃদ্ধি পেয়ে গেছে। বিশ্বে তেল ও গ্যাসের দাম বৃদ্ধি, কয়লা সংকট এবং পণ্য পরিবহনে অস্থিরতার কথাও প্রধানমন্ত্রী বলেন। বাংলাদেশসহ সারাবিশ্বে বিভিন্ন পণ্যের ‘ঘাটতি’ দেখা যাচ্ছে বর্ণনা করে সংকট মোকাবিলায় সাশ্রয়ী হয়ে নিজেদের সঞ্চয় বাড়নোর পরামর্শ দেন শেখ হাসিনা।
তিনি বলেন, মন্দা এড়াতে এক ইঞ্চি জমি বা জলাধার অনাবাদি রাখা যাবে না। যার যেখানে যতটুকু জায়গা আছে, তা আবাদের জন্য ব্যবহার করতে হবে। প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান… আমার মনে হয় এই পদক্ষেপ যদি আমরা নিই, এই যে বিশ্বব্যাপী যে মন্দাটা, এর অভিঘাত থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারব।’
The post লোডশেডিংয়ের শিডিউল জানিয়ে দিতে বললেন প্রধানমন্ত্রী appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%a1%e0%a6%b6%e0%a7%87%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%82%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%89%e0%a6%b2-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f/
No comments:
Post a Comment