Saturday, July 23, 2022

সহকর্মীকে গলা কেটে হত্যা করলো আনসার সদস্য

ফাতেহ ডেস্ক:

মানিকগঞ্জের ঘিওর উপজেলার আনসার সদস্য আব্দুল কুদ্দুস মিয়াকে (৪০) গলা কেটে হত্যার অভিযোগে আরেক আনসার সদস্য শাহিনুরকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৩ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজুদ্দিন আহাম্মেদ বিপ্লব।

নিহত আনসার সদস্যের নাম কুদ্দুস মিয়া (৪০)। তার বাড়ি জেলার দৌলতপুর উপজেলার বড়হাতকোড়া গ্রামে। পুলিশের হাতে আটক হওয়া ঘাতক আনসার সদস্যের নাম মো. শাহিনুর (২৬)। তার বাড়ি ঘিওর উপজেলার বাইলজুরী গ্রামে।

ঘিওর থানার ওসি জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঘিওর আনসার বিডিপি কার্যালয়ের কনফারেন্স রুমে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আনসার সদস্য কুদ্দুস মিয়াকে হত্যা করে লাশ গুম করার জন্য একটি বস্তা ভরে রাখে আনসার সদস্য শাহিনুর। শনিবার সকাল ৬টার দিকে পুলিশ কুদ্দুসের গলা কাটা লাশ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করে।

জেলার আনসার ও বিডিপির কমান্ডার এফতেখারুল ইসলাম বলেন, ‘সকালে ঘিওর উপজেলার প্রশিক্ষকের কাছ থেকে বিষয়টি শুনে ঘটনাস্থলে আসি। পুলিশ এ ঘটনায় জিজ্ঞেসাবাদের জন্য শাহিনুরকে থানায় নিয়ে গেছে।’

অতিরিক্ত পুলিশ সুপার শিবালয় সার্কেল নুরজাহান লাবনী জানান, কৌশলে শাহিনুরকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি হত্যার কথা স্বীকার করে পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন। অর্থনৈতিক লেনদেনের কারণে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে স্বীকার করেছেন। এজন্য শাহিনুর ধারালো বটি দিয়ে কুদ্দুসকে প্রথমে মাথায় কুপিয়ে আহত করে। পরে হত্যা নিশ্চিত করতে গলা কেটে লাশ গুম করার জন্য এক বস্তায় ভরে রাখে। এরপর হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিষ্কার পরিচ্ছন্ন করে আনসার অফিস থেকে চলে যায়।

তিনি আরও জানান, আনসার সদস্যের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

The post সহকর্মীকে গলা কেটে হত্যা করলো আনসার সদস্য appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%80%e0%a6%95%e0%a7%87-%e0%a6%97%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%95%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/

No comments:

Post a Comment