Monday, July 18, 2022

স্তন ক্যানসারের স্ক্রিনিং দেখতে এবার বিদেশ যাবেন ৫০ কর্মকর্তা

ফাতেহ ডেস্ক:

জরায়ুমুখ ও স্তন ক্যানসারের স্ক্রিনিং দেখতে এবার বিদেশ সফর করবেন ৫০ জন কর্মকর্তা। এজন্য ব্যয় প্রস্তাব করা হয়েছে ১ কোটি ৯৯ লাখ টাকা। প্রত্যেকের পেছনে প্রায় ৪ লাখ টাকা করে ব্যয় হবে। ‘ইলেকট্রনিক ডাটাসহ জনসংখ্যাভিত্তিক জরায়ুমুখ ও স্তন ক্যানসার স্ক্রিনিং কর্মসূচি (ইপিসিবিসিএসপি) শীর্ষক প্রকল্পে এ প্রস্তাব করা হয়েছে।

তবে এটি প্রকল্পের দ্বিতীয় সংশোধনী প্রস্তাব। এর আগে মূল অনুমোদন এবং প্রথম সংশোধনীতে বিদেশ সফরের কোনো ব্যবস্থাই ছিল না। সংশ্লিষ্টরা বলছেন, দেশে ডলার সংকট নিরসনে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে সরকার নানাভাবে কৃচ্ছ সাধনের চেষ্টা চালাচ্ছে। এরই মধ্যে ফাঁকফোকর গলিয়ে অব্যাহত আছে বৈদশিক প্রশিক্ষণের নামের বিদেশ সফরের আয়োজন। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উপস্থাপন করা হচ্ছে প্রকল্পের সংশোধনী প্রস্তাব।

এ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান গণমাধ্যমকে বলেন, এটা তো হওয়ার কথা নয়। আগে থেকে ছিল না তাহলে এখন কেন বিদেশ সফর লাগবে? এই ধরনের অপচয় বন্ধে আমি কঠোর অবস্থান নিয়েছি। কিন্তু তারপরও ফাঁকফোকর গলিয়ে কিছু প্রকল্পে বিদেশ প্রশিক্ষণ থাকছে। এটা দেখার দায়িত্ব পরিকল্পনা কমিশনের সদস্যদের (সচিব)। কিন্তু তারা সঠিকভাবে দেখছে কিনা তা প্রশ্নসাপেক্ষ। গুরুত্বের কথা বিবেচনা করে প্রকল্পটির সংশোধনী প্রস্তাব অনুমোদনের জন্য একনেকে উপস্থাপন করা হচ্ছে। কিন্তু ভেতরে যদি এমন প্রস্তাব থাকে সেটি দুঃখজনক।

সূত্র জানায়, ‘ইলেকট্রনিক ডাটাসহ জনসংখ্যাভিত্তিক জরায়ুমুখ ও স্তন ক্যানসার স্ক্রিনিং কর্মসূচি (ইপিসিবিসিএসপি) প্রকল্পটির মূল ব্যয় ছিল ৪৯ কোটি ৫৩ লাখ টাকা। কিন্তু প্রথম সংশোধনীতে এতে ব্যয় বাড়িয়ে করা হয় ৫৬ কোটি ৭৮ লাখ টাকা। এখন দ্বিতীয় সংশোধনীতে ১২৯ কোটি ৬৬ লাখ টাকা বাড়িয়ে মোট ব্যয় প্রস্তাব করা হয়েছে ১৮৬ কোটি ৪৫ লাখ টাকা। এক্ষেত্রে খরচ বাড়ছে মূল ব্যয়ের তুলনায় ২২৮ দশমিক ৩৫ শতাংশ। এদিকে প্রকল্পটি ২০১৮ সালের জুলাই থেকে ২০২১ সালের জুনের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য ছিল। কিন্তু এতে কাজ শেষ না হওয়ায় প্রথম সংশোধনীতে এক বছর বাড়িয়ে ২০২২ সালের জুন পর্যন্ত করা হয়। এতেও শেষ না হওয়ায় এখন নতুন করে ২ বছর বাড়িয়ে ২০২৪ সালের জুন পর্যন্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।

The post স্তন ক্যানসারের স্ক্রিনিং দেখতে এবার বিদেশ যাবেন ৫০ কর্মকর্তা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a8-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf/

No comments:

Post a Comment