ফাতেহ ডেস্ক:
২০২১ সালের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) দাখিল করেছে বিএনপি। গত বছর আয়ের চেয়ে ১ কোটি ১৪ লাখ টাকা বেশি ব্যয় করেছে দলটি। হিসাবে ২০২১ সালে দলটি আয় দেখিয়েছে ৮৪ লাখ ১২ হাজার ৪৪৪ টাকা, আর ব্যয় দেখিয়েছে ১ কোটি ৯৮ লাখ ৪৭ হাজার ১৭১ টাকা।
বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ইসি সচিবের কাছে এ হিসাব জমা দেন। পরে সাংবাদিকদের কাছে এ তথ্য তুলে ধরেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
হিসাবে যে আয় দেখানো হয়েছে, সেটি কমিটির সদস্যদের মাসিক চাঁদা, মনোনয়ন ফরম বিক্রি, ব্যক্তি-প্রতিষ্ঠান থেকে অনুদান ও এফডিআর থেকে হয়েছে বলে জানিয়েছে বিএনপি। আর যে ব্যয় হয়েছে, সেগুলো কর্মচারীদের বেতন-বোনাস, ক্রোড়পত্র বিল, অফিস খরচসহ বিভিন্ন খাতে হয়েছে।
হিসাব অনুযায়ী, গত বছর বিএনপি আয়ের চেয়ে ১ কোটি ১৪ লাখ ৩৪ হাজার ৭২৭ টাকা বেশি ব্যয় করেছে।
গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা অনুযায়ী, পূর্ববর্তী পঞ্জিকা বছরে দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব ৩১ জুলাইয়ের মধ্যে ইসির কাছে জমা দেওয়ার বিধান রয়েছে।
কোনো দল পরপর তিন বছর হিসাব জমা দিতে ব্যর্থ হলে তাদের নিবন্ধন বাতিল করতে পারে নির্বাচন কমিশন। বর্তমানে দেশে ইসির নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দল রয়েছে।
The post আয়ের চেয়ে ব্যয় বেশি বিএনপির appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%86%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%87%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a7%9f-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa/
No comments:
Post a Comment