Monday, July 18, 2022

নড়াইলের ঘটনা ইসলাম ও দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ: হেফাজত

ফাতেহ ডেস্ক:

নড়াইলের ঘটনা ইসলাম ও দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি বলছে, নড়াইলে হিন্দু যুবক আকাশ সাহার ইসলাম অবমাননা এবং সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা একই সূত্রে গাঁথা।

বিবৃতিতে বলা হয়, নড়াইলে হিন্দু যুবক আকাশ সাহা মানবতার মুক্তির দূত মহানবী সা.কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করার পর এই ঘটনায় প্রতিবাদ জানায় সাধারণ মুসলমানগণ। সেই প্রতিবাদ অনুষ্ঠিত হয় জুমার নামাজের পর। কিন্তু পরবর্তী সময়ে দুষ্কৃতিকারীরা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এই হামলা ও ভাঙচুরের ঘটনা শুধু নিন্দনীয়ই নয়, এটা স্পষ্ট ইসলামবিরোধী কর্মকাণ্ড।

সোমবার (১৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতের আমীর আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান এ সব কথা বলেন।

বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, আমরা স্পষ্ট বলতে চাই, বিষয় এখানে দুইটা। একটা আকাশ সাহার ইসলাম অবমাননা এবং অন্যটা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা ও ভাঙচুর। তবে দুইটা ঘটনাই একই সূত্রে গাঁথা। আমরা মনে করি যারা আকাশ সাহাকে দিয়ে ইসলাম অবমাননা করিয়েছে, তারাই সংখ্যালঘুদের ওপর হামলার ইন্দন যুগিয়েছে।

তারা আরও বলেন, আকাশ সাহাকে যেমন কঠোর শাস্তির আওতায় আনতে হবে, তেমনি সঠিক তদন্তের মাধ্যমে সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তির সম্মুখীন করতে হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এসব ঘটনার পেছনের শক্তিকে খুঁজে বের করা। আমরা বিগত কয়েক বছর যাবত লক্ষ্য করছি, হিন্দু সম্প্রদায়ের মুষ্টিমেয় কিছু লোক বারবার ইসলাম ও মহানবী সা.কে নিয়ে কটূক্তি করছে এবং এরপর একটা গোষ্ঠী নিরাপরাধ সংখ্যালঘুদের ওপর হামলা চালাচ্ছে। যেনে-বুঝে কেন কটূক্তি করা হচ্ছে এবং হামলার পেছনে কারা কলকাঠি নাড়ছে, তা সবসময় আড়ালে থেকে যাচ্ছে।

সরকারের কাছে দাবি জানিয়ে হেফাজত নেতারা বলেন, আমরা মনে করি এসব কাজ ইসলাম ও দেশবিরোধী শক্তির দ্বারা সংঘটিত হচ্ছে। তারা ইসলাম অবমাননা করে সাধারণ মুসলমানদের ক্ষেপিয়ে তুলছে এবং এই সুযোগে সংখ্যালঘুদের ওপর হামলা করে দেশের ভাবমূর্তি নষ্ট করছে। এসব ষড়যন্ত্রকারীকে অবিলম্বে খুঁজে বের করতে হবে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, ইসলাম অবমাননার বিরুদ্ধে কঠোর আইন করতে হবে। যাতে কেউ ইসলাম অবমাননার সুযোগ না পায় এবং এটিকে কেন্দ্র করে নিজেদের স্বার্থে সংখ্যালঘুদের হামলা করতে না পারে।

The post নড়াইলের ঘটনা ইসলাম ও দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ: হেফাজত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a8%e0%a7%9c%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%93-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%ac/

No comments:

Post a Comment