Thursday, July 14, 2022

১৭টি ত্বক ফর্সাকারী ক্রিম বিক্রি নিষিদ্ধ করেছে বিএসটিআই

ফাতেহ ডেস্ক:

ক্ষতিকর মাত্রায় পারদ (মার্কারি) ও হাইড্রোকুইনোন থাকায় ১৭টি রং ফর্সাকারী ক্রিমের বিক্রি নিষিদ্ধ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে এসব ক্রিমের উৎপাদন, আমদানি ও বাজারজাতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (১৩ জুলাই) বিএসটিআইয়ের পরিচালক (সিএম) মো. নূরুল আমিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিপজ্জনক মাত্রার পারদ রয়েছে এমন ১৭টি ব্র্যান্ড হলো- গোরি হোয়াইটনিং ক্রিম, চাঁদনি হোয়াইটনিং ক্রিম, নিউ ফেস হোয়াইটনিং ক্রিম, ডু’ ক্রিম, গোল্ডেন পার্ল ক্রিম, ফাইজা ক্রিম, নূর হারবাল বিউটি ক্রিম, নূর হারবাল গোল্ড ক্রিম, হোয়াইট পার্ল প্লাস হোয়াইটনিং ক্রিম, প্যাক্স হোয়াইটনিং ক্রিম, ফ্রেশ অ্যান্ড হোয়াইট হোয়াইটনিং ক্রিম, ফেস লিফট হোয়াইটনিং ক্রিম, ফেস ফ্রেশ হোয়াইটনিং ক্রিম, চাইনিজ ডা. রাশেল (নাইট) ক্রিম, ৪-কে প্লাস হোয়াইটনিং ক্রিম, আনিজা গোল্ড হোয়াইটনিং ক্রিম ও গোল্ড হোয়াইটনিং ক্রিম।

The post ১৭টি ত্বক ফর্সাকারী ক্রিম বিক্রি নিষিদ্ধ করেছে বিএসটিআই appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a7%a7%e0%a7%ad%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95-%e0%a6%ab%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf/

No comments:

Post a Comment