ফাতেহ ডেস্ক:
সদ্য এমপিও পাওয়া ৩৬৬টি মাদরাসাকে এমপিও কোড দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদফতর। এবার এসব প্রতিষ্ঠান প্রধানদের মেমিস সফটওয়্যায়ে রেজিস্ট্রেশন করে অঙ্গীকারনামা দিতে বলা হয়েছে। একই সঙ্গে সব শিক্ষক-কর্মচারীদের বেতনের জন্য এমপিওভুক্তির আবেদনের পাশাপাশি নির্ধারিত ব্যাংকে ডিজিটাল হিসাব খোলারও নির্দেশ দিয়েছে অধিদপ্তর।
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক কে. এম. রুহুল আমীন এক অফিস আদেশে এই নির্দেশনার কথা জানানো হয়।
এর আগে, গত ৬ জুলাই ২ হাজার ৭১৬টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করে সরকার। এরমধ্যে ৩৬৬টি মাদরাসা। এই মাদরাসাগুলোর মধ্যে ২৬৪টি দাখিল পার্যাযের, ৮৫টি আলিম পার্যাযের, ৬টি ফাজিল পার্যাযের ও ১১টি কামিল পার্যায়ের।
এমপিওভুক্তির জন্য জাল শিক্ষাগত যোগ্যতার সনদ বা নিবন্ধন সনদ, জাল নিয়োগসহ অন্যান্য অবৈধ ডকুমেন্টস-রেকর্ড দাখিল এবং প্যাটার্ন বহির্ভূত পদে এমপিওভুক্তির জন্য আবেদন করলে মাদরাসার প্রধান, পরিচালনা কমিটির সভাপতি ও সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে অধিদপ্তর।
The post এমপিও কোড পেল ৩৩৬ মাদরাসা, বেতনের আবেদনের নির্দেশ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%93-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a1-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b2-%e0%a7%a9%e0%a7%a9%e0%a7%ac-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be/
No comments:
Post a Comment