Sunday, December 27, 2020

মঙ্গলবার ভাসানচরে যাচ্ছে আরও একদল রোহিঙ্গা

ফাতেহ ডেস্ক:

কক্সবাজারের ঘিঞ্জি শরণার্থী শিবিরগুলো থেকে স্বেচ্ছায় রোহিঙ্গাদের আরেকটি দল ভাসানচরে যেতে রাজি হয়েছে। আজ তাদের চট্টগ্রামের ট্রানজিট ক্যাম্পে নিয়ে যাওয়া হতে পারে। সেখান থেকে মঙ্গলবার তাদের ভাসানচরের উদ্দেশ্যে উখিয়া থেকে রওনা দেওয়ার কথা রয়েছে। এবারের দলটিতে ৭শ’থেকে ৮শ’ রোহিঙ্গা থাকতে পারে।

নোয়াখালীর জেলা প্রশাসক খোরশেদ আলম গণমাধ্যমকে জানিয়েছেন, মঙ্গলবার কক্সবাজার থেকে রোহিঙ্গাদের দ্বিতীয় দলটি ভাসানচরে পৌঁছার সম্ভাবনা রয়েছে। স্বেচ্ছায় যেতে রাজি ৭শ’রোহিঙ্গাকে ভাসানচরে হস্তান্তরের বিষয়ে প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে।

ভাসানচর প্রকল্পের (আশ্রয়ণ প্রকল্প-৩) উপপ্রকল্প পরিচালক কমান্ডার এম আনোয়ারুল কবির জানান, ‘মঙ্গলবার কক্সবাজার শরণার্থী শিবিরের রোহিঙ্গাদের একটি দল ভাসানচরে পৌঁছানোর কথা রয়েছে। তাদের গ্রহণের জন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। তবে দ্বিতীয় দফায় এ দলে কতজন, সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।’

আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মোশারফ হোসেন জানান, ‘স্বেচ্ছায় ভাসানচরে যেতে আগ্রহী রোহিঙ্গাদের দ্বিতীয় দলটি সোমবার সকালে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে। সেখান থেকে মঙ্গলবার সকালে নৌ-বাহিনীর তত্ত্বাবধানে তাদের ভাসানচরে নিয়ে যাওয়া হবে। এই দলে ৭শ’ থেকে ৮শ’ রোহিঙ্গার ভাসানচরে যাওয়ার কথা রয়েছে। আমরাও ভাসানচরে সেভাবেই প্রস্তুতি নিয়ে রেখেছি।’

এর আগে গত ৪ ডিসেম্বর দুপুরে কক্সবাজারের শরণার্থী শিবির থেকে স্থানান্তরের প্রথম ধাপে ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গা হাসিমুখে ভাসানচরে পৌঁছেছিল। এ মাসের শুরুতে ভাসানচরে যাওয়া রোহিঙ্গাদের ওই দলটির সদস্যরা এসেছিল টেকনাফ-উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে। তাদের একদিন আগে বিভিন্ন ক্যাম্প থেকে গাড়িতে এনে চট্টগ্রামে শাহিন স্কুলের ট্রানজিট ক্যাম্পে রাখা হয়েছিল। সূত্রে জানা গেছে, এবারও সেভাবে নিয়ে যাওয়া হবে তাদের।

The post মঙ্গলবার ভাসানচরে যাচ্ছে আরও একদল রোহিঙ্গা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a8%e0%a6%9a%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87/

No comments:

Post a Comment