ফাতেহ ডেস্ক:
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার হোয়াইট হাউসের ডিজিটাল স্ট্র্যাটেজি টিম ঘোষণা করেছেন। সেই টিমে জায়গা পেয়েছেন কাশ্মীরি বংশোদ্ভূত তরুণী আয়েশা শাহ।
ডয়েচে ভেলে জানিয়েছে, নির্বাচন পর্বে তিনি বাইডেন-হ্যারিসের ডিজিটাল স্ট্র্যাটেজি টিমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
সূত্রের বরাতে বলা হয়েছে, কমলা হ্যারিসের অত্যন্ত ঘনিষ্ঠ আয়েশা শাহ। সোমবার বাইডেন হোয়াইট হাউসে তার ডিজিটাল স্ট্র্যাটেজি টিম ঘোষণা করেছেন। সেখানে আয়েশাকে দেওয়া হয়েছে পার্টনারশিপস ম্যানেজারের কাজ।
এর আগে স্মিথসোনিয়ান ইনস্টিটিউট, জন এফ কেনেডি ফান্ডে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। যদিও আয়েশা বড় হয়েছেন অ্যামেরিকার লুসিয়ানায়। তবে তার পূর্বপুরুষ কাশ্মীরের।
দীর্ঘ দিন ধরেই জো বাইডেন এবং কমলা হ্যারিসের সঙ্গে কাজ করছেন ভারতীয় বংশোদ্ভূত আয়েশা। এখনো স্মিথসোনিয়ান ইনস্টিটিউটে কাজ করেন তিনি।
আয়েশা ছাড়াও বাইডেনেরডিজিটাল স্ট্র্যাটেজি টিমে নানা বর্ণ এবং নানা দেশের বংশোদ্ভূতরা রয়েছেন। টিম ঘোষণার সময়েই বাইডেনের অফিস জানিয়েছে, সব ধরনের মানুষের প্রতিনিধিত্ব যাতে এই দলে থাকে, সে দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে।
The post বাইডেনের ডিজিটাল টিমে জায়গা পেল কাশ্মীরি তরুণী appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%a1%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%be/
No comments:
Post a Comment