আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করে তাদের ভূখণ্ডে অবৈধ ইহুদি বসতি বন্ধে ইজরাইলকে বাধ্য করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতাইয়্যাহ। সোমবার পশ্চিমতীরের রামাল্লায় মন্ত্রিসভার বৈঠকে তিনি এ আহ্বান জানান। খবর আনাদোলুর।
ফিলিস্তিনি প্রধানমন্ত্রী বলেন, অতীত অভিজ্ঞতা অনুযায়ী- ইজরাইলের আসন্ন পার্লামেন্ট নির্বাচনের সব প্রার্থী অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি বসতি নির্মাণ বাড়িয়ে দেয়ার অঙ্গীকার করবেন। কাজেই আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দখলদার ইজরাইলের নৃশংসতা বন্ধে এবং ফিলিস্তিনি ভূখণ্ডে এ ধরনের উপনিবেশবাদী আচরণ করতে না পারে সে জন্য কঠোর পদক্ষেপ নেয়া।
ফিলিস্তিনি প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৩৩৪ নম্বর প্রস্তাবে কঠোরভাবে অবৈধ ইহুদি বসতি নির্মাণ নিষিদ্ধ করা হয়েছে।
ইজরাইলের সরকারি রেডিও ‘কান’ রোববার এক খবরে জানায়, জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্বগ্রহণের আগেই দখলদার ইজরাইল সরকার পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেম আল কুদসে আরও কয়েক হাজার ইউনিটের বসতি নির্মাণের কাজ শুরু করতে চায়। কারণ, বাইডেন নির্বাচনী প্রচারণায় এমন নির্মাণকাজের বিরোধিতা করেছিলেন।
The post ‘ফিলিস্তিনে ইহুদি বসতি স্থাপন বন্ধ করতে ইজরাইলকে বাধ্য করুন’ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%87%e0%a6%b9%e0%a7%81%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b8/
No comments:
Post a Comment