Monday, December 28, 2020

প্রথম ধাপের পৌর নির্বাচনে ৮০ শতাংশ ভোটও পড়েছে: ইসি সচিব

ফাতেহ ডেস্ক:

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর বলেছেন, প্রথম ধাপে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচন সফল হয়েছে। আমরা এখন পর্যন্ত যে রিপোর্ট পেয়েছি, তাতে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) প্রথম ধাপের পৌরসভা নির্বাচন শেষে আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এদিন প্রথম ধাপে দেশের ২৪টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সিনিয়র সচিব বলেন, ‘গণমাধ্যম এবং আমাদের মাঠ প্রশাসনের প্রতিবেদন অনুযায়ী ভোট ভালো হয়েছে। ভোটার উপস্থিতি অনেক বেশি। সব জায়গায় শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। একটা সাকসেসফুল নির্বাচন হয়েছে। কোথাও ৬০ শতাংশের কম ভোট পড়েনি। কোথাও ৬০, কোথাও ৭০ থেকে ৮০ শতাংশ ভোট পড়েছে।’

The post প্রথম ধাপের পৌর নির্বাচনে ৮০ শতাংশ ভোটও পড়েছে: ইসি সচিব appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8c%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8/

No comments:

Post a Comment