ফাতেহ ডেস্ক:
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
আদালতে আজ সাক্ষ্য দিয়েছেন আলোকচিত্র বিশারদ পুলিশের উপপরিদর্শক নাজমুল হেসেন ও বুয়েটের শের-ই বাংলা হলের ২০১১ নম্বর রুমের শিক্ষার্থী আবদুল মুবিন ইবনে হাফিজ ওরফে প্রত্যয়।
৪০ জনের সাক্ষ্যগ্রহণের পর গত ৩রা ডিসেম্বর হঠাৎ আদালতের প্রতি অনাস্থা জানান, আবরার হত্যা মামলায় গ্রেপ্তার ২২ আসামি। একইসঙ্গে বিচারকের পরিবর্তন চেয়ে উচ্চ আদালতে যায় আসামিপক্ষের আইনজীবীরা। তবে আদালত পরিবর্তন চেয়ে করা রিটটি খারিজ করে হাইকোর্ট।
২০১৯ সালে ৬ই অক্টোবর শেরেবাংলা হলে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় মেধাবী ছাত্র আবরার ফাহাদকে।
এ ঘটনায় আবরারের বাবার করা মামলায় ২২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ৩ আসামি এখনও পলাতক। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ৮ আসামি।
The post বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ac%e0%a7%81%e0%a7%9f%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%80-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9/
No comments:
Post a Comment