ফাতেহ ডেস্ক:
ডোনাল্ড ট্রাম্প মার্কিন নিরাপত্তা সংস্থাগুলোর মারাত্মক ক্ষতি করেছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।
বাইডেন অভিযোগ করে বলেছেন, ট্রাম্প প্রশাসন প্রতিরক্ষা অধিদফতরসহ প্রয়োজনীয় কোনো তথ্য দিচ্ছে না। যা দেশের জন্য মারাত্মক ক্ষতি করবে।
সোমবার (২৮ ডিসেম্বর) জাতীয় সুরক্ষা ও বৈদেশিক নীতি নিয়ে এক ভিডিও কনফারেন্সে তিনি এ অভিযোগ করেন।
আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন জো বাইডেন। কিন্তু বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো পরাজয় মেনে নেননি।
৩ নভেম্বরের নির্বাচনের পর থেকে ক্ষমতা হস্তান্তরের সময় অবদি বিদায়ী প্রেসিডেন্ট নব নির্বাচিত প্রেসিডেন্টকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবহিত করে থাকেন।
সোমবার বাইডেনের এই মন্তব্যের পরে ভারপ্রাপ্ত প্রতিরক্ষা সচিব ক্রিস্টোফার মিলার বলেছেন, পেশাদারিত্বের সঙ্গেই এই হস্তান্তরের প্রক্রিয়া চালানো হচ্ছে। বাইডেনের হস্তান্তর দলের অনুরোধ মতো ৪০০-র বেশি অফিসারের সঙ্গে ১৬৪টি সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এবং ৫ হাজারেরও বেশি পাতার নথি তুলে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
ভিডিও কনফারেন্সে বাউডেন বলেন, এখনও আমরা জাতীয় নিরাপত্তার বিষয়ে বিদায়ী প্রশাসন থেকে প্রয়োজনীয় কোনো তথ্য পাচ্ছি না।
তিনি বলেন, আমাদের দেশের সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর মধ্যে অনেকগুলিই মারাত্মক ক্ষতি হয়েছে।
The post ‘ট্রাম্প মার্কিন নিরাপত্তা সংস্থাগুলোর মারাত্মক ক্ষতি করেছেন’ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d/
No comments:
Post a Comment