Thursday, December 31, 2020

বছরের শেষদিন করোনায় মারা গেল ২৮ জন

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসে দেশে ২৪ ঘণ্টায় আরো ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৫৫৯ জনে। এছাড়া এক হাজার ১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো পাঁচ লাখ ১৩ হাজার ৫১০ জন।

বৃহস্পতিবার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিন সুস্থ হয়েছেন এক হাজার ৩৮৯ জন। মোট সুস্থ হয়েছেন চার লাখ ৫৭ হাজার ৪৫৯ জন।

এর আগে বুধবার দেশে আরো এক হাজার ২৩৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরো ২২ জন।

The post বছরের শেষদিন করোনায় মারা গেল ২৮ জন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be/

No comments:

Post a Comment