ফাতেহ ডেস্ক:
যাকাতের অর্থ আত্মসাতের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ১১ জানুয়ারি ধার্য করা হয়েছে।
সকাল ৯টা ৪৫ মিনিটে গাজীপুরের কাশিমপুর কারাগারে থেকে পুরান ঢাকার বকশিবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতে সাঈদীকে হাজির করা হয়। ঢাকার বিশেষ জজ আদালত-১-এর বিচারক সৈয়দা হোসনে পরবর্তী শুনানির দিন ধার্য করেন । ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ২০১০ সালের ২৯ জুন সাঈদী গ্রেপ্তার হন।
পরে দোসরা আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ালি দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের আদেশ দেয় ট্রাইব্যুনাল। পরে, ২০১৪ সালের ১৭ই সেপ্টেম্বর তখনকার প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ সাঈদীর মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয়।
The post অর্থ আত্মসাতের মামলায় সাঈদীর পরবর্তী শুনানি ১১ জানুয়ারি appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%85%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%86%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b8%e0%a6%be/
No comments:
Post a Comment