Wednesday, December 30, 2020

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হাবিবুর রহমান মালেক

ফাতেহ ডেস্ক:

পিরোজপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী হাবিবুর রহমান মালেক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এ নিয়ে পরপর ৪ বার মেয়র নির্বাচিত হলেন হাবিবুর রহমান মালেক। ৪ বারের মধ্যে ৩ বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র পদে নির্বাচিত হলেন পিরোজপুর পৌরসভার বর্তমান মেয়র মোঃ হাবিবুর রহমান মালেক।

দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে তিনি মেয়র পদে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন পান। ২০০৪ সালে পৌরসভা নির্বাচনে প্রথমবার পিরোজপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন হাবিবুর রহমান মালেক। এরপর তিনি ২০১০, ২০১৫ এবং ২০২১ সালে পরপর ৩ বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন।

আজ বুধবার বিকেলে পিরোজপুর পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা খান আবি শাহানুর খান জানান, পিরোজপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হাবিবুর রহমান মালেক বাদে অন্য কোন প্রার্থী না থাকায়, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া একই পৌরসভায় ২ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে একজন করে প্রার্থী থাকায়, তিনিও বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

মনোনয়নপত্রে তথ্য গোপনের দায়ে গত ২২ ডিসেম্বর বাছাইয়ে বিএনপি মনোনিত প্রার্থী শেখ শহীদুল্লাহ এবং মনোনয়নপত্রে ভোটারদের প্রদানকৃত তথ্যে ভুল থাকায় স্বতন্ত্র প্রার্থী এস এম সাইদুল ইসলাম কিসমতের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। তবে এ বিষয়ে পরবর্তীতে আপিল না করায়, মেয়র পদে একক প্রার্থী থাকেন বর্তমান মেয়র হাবিবুর রহমান মালেক।

আগামী ১৬ জানুয়ারি পিরোজপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

The post বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হাবিবুর রহমান মালেক appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a8/

No comments:

Post a Comment