ফাতেহ ডেস্ক:
জম্মু ও কাশ্মিরে গণতন্ত্র রয়েছে বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে দাবি করেছেন, সেটিকে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। একই সঙ্গে ভারতের এ দাবিকে বেআইনি ও মিথ্যাচার বলে অভিহিত করা হয়েছে ইসলামাবাদের পক্ষ থেকে।
শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আরএসএস-বিজেপি (জাতীয় স্বয়ংসেবক সংঘ-ভারতীয় জনতা পার্টি) গণতন্ত্রের ব্র্যান্ডটি কেবল ভারতীয় সেনাবাহিনীর বন্দুকের আওতায় কাশ্মিরি জনগণের কণ্ঠ এবং ইচ্ছাকে দমিয়ে রাখাই বোঝায়।
‘২০১৯ সালের ৫ আগস্ট থেকে আরএসএস-বিজেপি সরকার আইওওজেকে যে নতুন অধ্যায়টি লিখেছে, তা হলো- দখলকৃত অঞ্চলে নৃশংস সামরিক অবরোধের দ্বারা মানবাধিকারের চরম লঙ্ঘন এবং কাশ্মিরি জনগণের জন্য অবিচ্ছিন্ন দুর্ভোগ।’
এর আগে একই দিন কাশ্মিরের একটি অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, জম্মু ও কাশ্মিরের উন্নয়ন তার সরকারের শীর্ষ অগ্রাধিকার। যার প্রমাণ সাম্প্রতিক জেলা উন্নয়ন কাউন্সিল নির্বাচন স্বচ্ছভাবে অনুষ্ঠিত হওয়া।
অল ইন্ডিয়া রেডিওর বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়, সম্প্রতি শেষ হওয়া জম্মু ও কাশ্মিরের জেলা উন্নয়ন কাউন্সিল নির্বাচনকে নরেন্দ্র মোদি একটি নতুন অধ্যায় হিসেবে অভিহিত করে বলেছেন যে, এটি ভারতের গণতন্ত্রের শক্তি দেখায়।
তবে ইসলামাবাদ বলছে, ভারতকে তার অবৈধ দখল শেষ করতে হবে এবং জাতিসংঘের সুরক্ষা কাউন্সিলের প্রস্তাবিত সিদ্ধান্ত অনুযায়ী কাশ্মিরিদের স্ব-অধিকার প্রয়োগ করতে দেয়া উচিত।
The post কাশ্মির: মোদির দাবি উড়িয়ে দিলো পাকিস্তান appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%89%e0%a7%9c%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87/
No comments:
Post a Comment