Tuesday, December 29, 2020

নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হচ্ছে না ২০২১ সালের বিশ্ব ইজতেমা

ফাতেহ ডেস্ক:

দ্বিতীয় দফায় করোনা সংক্রমণের কারণে নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হচ্ছে না ২০২১ সালের বিশ্ব ইজতেমা। তবে বিশ্ব ইজতেমার নির্ধারিত তারিখে (৮,৯,১০ ও ১৫,১৬,১৭) চিল্লায় বের হতে ইচ্ছুক সাথীরা প্রত্যেক জেলার মারকাজ মসজিদ থেকে স্বাস্থ্যবিধি মেনে মুরব্বীদের মশওয়ারাক্রমে জামাতে বের হতে পারবেন।

গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন টঙ্গী ময়দানের দায়িত্বশীল মোস্তফা ভাই।

তিনি জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে সার্বিক দিক বিবেচনায় মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম গণজমায়েত বিশ্ব ইজতেমা নির্ধারিত তারিখে হবে না বলে জানিয়েছেন দায়িত্বশীল মুরব্বীরা। তবে পরিস্থিতি ভালো হলে নির্ধারিত তারিখের বাইরে বিশ্ব ইজতেমা হবে কিনা তা সময় মতো পরামার্শক্রমে জানিয়ে দেবেন মুরব্বীরা।

এবার বিশ্ব ইজতেমা নির্ধারিত তারিখে না হলেও সবাইকে নিজ নিজ জায়গা থেকে বিশ্ববাসীর সুস্থতা ও ভাইরাস থেকে মুক্তির জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন মুরব্বীরা।

উল্লেখ্য, ২০২০ সালের বিশ্ব ইজতেমা শেষে ২০২১ সালের ইজতেমার (৮ থেকে ১০ জানুয়ারি ইজতেমার প্রথম পর্ব ও ১৫ থেকে ১৭ জানুয়ারি ২য় পর্ব) তারিখ ঘোষণা করা হয়।

The post নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হচ্ছে না ২০২১ সালের বিশ্ব ইজতেমা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%96%e0%a7%87-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0%e0%a6%bf/

No comments:

Post a Comment