Tuesday, December 29, 2020

অনুসন্ধানী সাংবাদিকরাই রাষ্ট্র ও চক্রের টার্গেটে পরিণত হচ্ছে: আরএসএফ

আন্তর্জাতিক ডেস্ক:

চলতি বছরে ৫০ সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। যেসব দেশে এসব হত্যাকাণ্ড হয়েছে, তাদের অধিকাংশেই কোনো যুদ্ধ ছিল না। রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের (আরএসএফ) বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

বার্ষিক প্রতিবেদনে আরএসএফ জানায়, চলতি বছরে হত্যাকাণ্ডের শিকার হওয়া ৮৪ শতাংশ সাংবাদিককে উদ্দেশ্যপ্রণোদিতভাবে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। আগের বছরে যেটা ছিল ৬৩ শতাংশ।

আরএসএফের প্রধান সম্পাদক পলিন অ্যাডিস-মেভেল বলেন, গত কয়েক বছর ধরে রিপোর্টার্স উইদাউট বার্ডার্স দেখেছে যে অনুসন্ধানী সাংবাদিকরাই বেশি ঝুঁকিতে। তারা রাষ্ট্র ও চক্রের টার্গেটে পরিণত হচ্ছে।

চলতি বছরে সবচেয়ে বেশি সাংবাদিক আটজন নিহত হয়েছেন মেক্সিকোয়। দক্ষিণ আমেরিকার দেশটিতে সাংবাদিক হত্যার কোনো বিচার হয়নি বলেও সংস্থাটি জানিয়েছে।

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানেও পাঁচ সাংবাদিক নিহত হন। তালেবানের সঙ্গে সরকারের শান্তি আলোচনা চললেও সেখানে সাংবাদিকরা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়ে আসছেন।

The post অনুসন্ধানী সাংবাদিকরাই রাষ্ট্র ও চক্রের টার্গেটে পরিণত হচ্ছে: আরএসএফ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87-%e0%a6%b0/

No comments:

Post a Comment