Sunday, December 27, 2020

যুক্তরাষ্ট্র-ইসরায়েল-সৌদির বিরুদ্ধে গুরুতর অভিযোগ

ফাতেহ ডেস্ক:

লেবাননের হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহকে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সৌদি আরব একজোট হয়ে হত্যা করার ষড়যন্ত্র করছে। গতকাল রোববার রাতে দেশটির আল-মায়াদিন টিভির মাধ্যমে এমন তথ্য ফাঁস করেছেন তিনি।

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে সাক্ষাৎকারে হাসান নাসরুল্লাহ বলেন, ওই সূত্রগুলো আমাকে হত্যায় ওয়াশিংটন, তেল আবিব ও রিয়াদের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করেছে।

গত বছরের জানুয়ারি মাসে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানি শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি। তার সঙ্গে থাকা ইরাকি মিলিশিয়া কমান্ডার আল মহান্দিসসহ আরো কয়েকজন নিহত হন বলে জানা যায়।

এ ঘটনার বছরখানেক পরে ইরান সমর্থিত লেবানিজ শিয়া সংগঠন হিজবুল্লাহ প্রধান নাসরুল্লা জানালেন, সোলায়মানিকে হত্যার আগে থেকেই তাকে হত্যার চেষ্টা চলছে। এতে ইসরায়েলকে কাজে লাগানোর পরিকল্পনা করা হয়েছে।

এই পরকল্পনা গত ৩ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে তীব্রতর হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমাকে হত্যা করে সেটিকে নির্বাচনী প্রচারণায় ব্যবহার করতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের যুক্তরাষ্ট্র সফরের কথা উল্লেখ করে হাসান নাসরুল্লাহ বলেন, সৌদির স্বার্থে হলেও আমাকে হত্যা করতে মার্কিন শীর্ষ কর্মকর্তাদের অনুরোধ করেন যুবরাজ।

মধ্যপ্রাচ্যে ইরানি বলয়ের কথা তুলে ধরে তিনি বলেন, ইসরায়েল বিরোধী এই প্রতিরোধ শক্তিকে দুর্বল করতে শীর্ষ নেতা ও কমান্ডারদের হত্যা করতে চায় ইরান বিরোধী শক্তিরা। এই ষড়যন্ত্র অনির্দিষ্টকাল ধরে চলছে, চলবে। এভাবে অতীতের মতো আগামীতেও প্রতিরোধ আন্দোলন দমন করা যাবে না।

The post যুক্তরাষ্ট্র-ইসরায়েল-সৌদির বিরুদ্ধে গুরুতর অভিযোগ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6/

No comments:

Post a Comment